নুসরাত ফারিয়া যখন বিতার্কিক : জনপ্রিয় এই অভিনেত্রীকে আপনি যেভাবে হয়তো কখনো দেখেননি

৯০৩৩ পঠিত ... ১৯:১৫, ফেব্রুয়ারি ০৬, ২০১৯

বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দিচ্ছে স্কুল ড্রেস পরা এক কিশোরী। বলছে যানজট নিরসনের নানান উপায়। ফেসবুকে এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। অতি সাধারণ দৃশ্যের এই ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ, বিতার্কিক সেই কিশোরীটি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া! প্রায় দশ বছর আগে রাজধানীর শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে ক্লাস নাইন বা টেনের শিক্ষার্থী থাকা কালে এই বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এই সময়ে নানান বিতর্কের জন্ম দিলেও, সে সময় তিনি নিজেই ছিলেন বিতার্কিক। 

২০১৯ সালে হুট করে ভাইরাল হওয়া এই ভিডিওতে নুসরাত ফারিয়ার মতো দেখতে মেয়েটি আসলে তিনিই কিনা, অনেকেই নিশ্চিত হতে পারছিলেন না। ফারিয়ার ফেসবুক ইনবক্সেও কয়েকদিন ধরে আসছিলো এ বিষয়ক প্রশ্নে। অবশেষে ৫ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনকে এ ব্যাপারে নিশ্চিত করেন তিনি- '২০০৯ অথবা ১০ সালের কথা বলছি। তখন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে এই বক্তব্য দিচ্ছিলাম। এই প্রতিযোগিতায় আই বিকাম দ্য বেস্ট স্পিকার!’

ভিডিওতে দেখা যায়, যানজট নিরসনের উপায় সম্পর্কে বিতার্কিক ফারিয়া বলছিলেন, ‘বন্ধুরা আমার, দেশের যানজট নিরসনের জন্য কোনও দেবদূতের প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষই পারি এই যানজট নিরসন করতে। এরজন্য দরকার আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ মনিটরিং।’

প্রায় দশ বছর আগের সেই বিতর্ক অনুষ্ঠানের স্মৃতিচারণ করে ফারিয়া বলেন, 'সেদিনের টপিক ছিল যানজট নিরসনের উপায় নিয়ে। সে টপিকের যুক্তি খণ্ডনের চেষ্টা করছিলাম (ভিডিওর অংশতে)। প্রায় ১০ বছর আগের সেই ভিডিও সাডেনলি মানুষ ফেসবুকে শেয়ার দেয়া শুরু করলো। বেশিরভাগই কনফিউজড, ওই মেয়েটি আমি কিনা! তাদের সবাইকে নিশ্চয়তা দিয়ে বলছি, ইয়েস দিস ইজ মি। আজ থেকে অলমোস্ট টেন ইয়ার্স ব্যাক! স্মৃতিকাতর হয়ে গেলাম।’

বিতার্কিক ফারিয়ার সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে নিতে পারেন-

৯০৩৩ পঠিত ... ১৯:১৫, ফেব্রুয়ারি ০৬, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top