গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বাস্তব জীবনের ১৬টি অদ্ভুত লিথোগ্রাফ

৩২৬৪ পঠিত ... ১২:২৩, সেপ্টেম্বর ২২, ২০২০

লিথোগ্রাফি হলো পাথর, দস্তা বা এলুমিনিয়ামের পাত ব্যবহার করে ছাপানোর পদ্ধতি। এই পদ্ধতিতে ছাপার কাজে অক্ষরের পরিবর্তে কাগজের উপর কালি দিয়ে লিখে কাগজটিকে এক ধরনের চুনাপাথরের ওপর চাপ দিলে পাথরের ওপর ছাপ পড়ে। পরে ঐ লেখা কিছুটা ফুলে উঠলে তখন কালি দিয়ে ছাপলে ঐ লেখার ছাপ কাগজে উঠে আসে। 

এই পদ্ধতিতেই প্রখ্যাত চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ১৯১৭ সালে এঁকেছিলেন অদ্ভুত লোক (Realm of the Absurd) সিরিজ। ১৬টি লিথোগ্রাফের এই সিরিজে গগনেন্দ্রনাথ তীর্যকভাবে ফুটিয়ে তুলেছিলেন তৎকালীন সমাজের জাত-বৈষম্য, শহুরে বাবু সমাজের দ্বি-চারী মনোভাব। এই গগনেন্দ্রনাথ ছিলেন ঠাকুর বাড়িরই সন্তান, সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। যদিও সমসাময়িকই বলা যায় তাঁদের।

ফেসবুক পেইজ 'দোজখনামা'র সৌজন্যে লিথোগ্রাফগুলো দেয়া হলো eআরকির পাঠকদের জন্য।  

 

১#

ভূতুড়ে ছায়া

 

 

২#

কাদাপানির বিশুদ্ধতা

 

 

৩#

হায়রে বড় মানুষ!

 

 

৪#

'মামলায় জিতলে তোমার চরণে দু'টো খাসী!' উইন উইন সিচুয়েশন

 

 

৫#

কীভাবে হবে প্রণাম? দ্বিধা...

 

 

৬#

আহা, কী মায়া...

 

 

৭#

এতো সাহেবি পোষাক পরার পরেঈ সাহেব আমায় 'বাবু' ডাকলো? :(

 

 

৮#

আকর্ষণ তো আসলে বাইরেই!

 

 

৯#

কী? সাহেবরা মাছ মারছে নদীতে? নিন্দা... নিন্দা...

 

 

১০#

অহো, পূণ্যময়ী ব্রাহ্মণ!

 

 

১১#

একদম বিরক্ত করবে না। এখন আমি সাহেব হচ্ছি!

 

 

১২#

জাত-বেজাত

 

 

১৩#

মনকে তুলতে হবে জগতের সবকিছুর উর্ধ্বে। তবেই মোক্ষলাভ!

 

 

১৪#

নিজে যতো বড়, দেশপ্রেমও ততোধিক হইবে।

 

 

১৫#

স্ত্রীলোক হবার গৌরব (?)

 

 

১৬#

গোবরেই বিশুদ্ধতা

৩২৬৪ পঠিত ... ১২:২৩, সেপ্টেম্বর ২২, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top