নেড়ে কুকুরের দায়িত্ব

৭০৯ পঠিত ... ১৫:৩৬, সেপ্টেম্বর ২০, ২০১৬


একবার এক সভাসদ ঠিক করলেন যেভাবেই হোক বীরবলকে জব্দ করতে হবে। তিনি প্রকাশ্য দরবারে সম্রাটের সামনেই বীরবলকে বললেন, ‘বীরবল, তোমার ওপর অবিলম্বে একটি নতুন দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে।’
বীরবল খানিকটা বিস্মিত হয়ে বললেন, ‘কি দায়িত্ব?’
সভাসদ বললেন, ‘দিল্লীর নেড়ে কুকুরের উৎপাত ইদানীং খুব বেড়ে গেছে। ওদের জ্বালায় লোকজন ঠিকমত চলাফেরা করতে পারছে না।’
বীরবল বললেন, ‘তাই নাকি?’
‘হ্যাঁ,’ বললেন সভাসদ। ‘আর তোমাকে এই নেড়ে কুকুর নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হচ্ছে।’
‘তাহলে তো ভালই হলো,’ বললেন বীরবল। ‘এখন তেকে আপনিও আমার নিয়ন্ত্রণে চলে আসবেন।’
সমস্ত দরবার অট্টহাসিতে ফেটে পড়ল। আর সভাসদটি লজ্জ্বায় মাথা নিচু করে বসে রইলেন।

৭০৯ পঠিত ... ১৫:৩৬, সেপ্টেম্বর ২০, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top