বেগুন সেবক

৮৬৫ পঠিত ... ১৪:৪৮, আগস্ট ০২, ২০১৬

রাজদরবারে নাসিরুদ্দিনের খুব খাতির।
একদিন খুব খিদের মুখে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসিরুদ্দিনকে বললেন, ‘বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর আছে কি?’
বেগুনের জবাব নেই,’ বলল নাসিরুদ্দিন।
রাজা হুকুম দিলেন, ‘এবার থেকে রোজ বেগুন খাব।
তারপর পাঁচদিন দুবেলা বেগুন খেয়ে ছদিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, ‘দূর করে দে আমার সামনে থেকে এই বেগুন ভাজা।
বেগুন অখাদ্য’, সায় দিয়ে বলল নাসিরুদ্দিন।
রাজা এ কথা শুনে ভারী অবাক হয়ে বললেন, ‘সে কী মোল্লাসাহেব, তুমি যে এই সেদিনই বললে বেগুনের জবাব নেই।
আমি তো আপনার সেবক, জাঁহাপানা’,  বলল নাসিরুদ্দিন, ‘বেগুনের তো নই।

৮৬৫ পঠিত ... ১৪:৪৮, আগস্ট ০২, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top