পকেটমার, চোরাকারবারি ও মদ্যপান নিবারণী সংঘের সদস্য

১০৪৭ পঠিত ... ১৮:৩২, মে ২৪, ২০১৬


মৃত‍্যুর পর একত্র হয়েছে তিন জন। একজন পকেটমার, একজন চোরাকারবারি, আর একজন মদ্যপান নিবারণী সংঘের সদস্য।

ফেরেশতা এসে পকেটমার আর চোরাকারবারির জন্য বেহেশতের দরজা খুলে দিল। কিন্তু মদ্যপান নিবারণী সংঘের সদস্যের জন্য খুলে দিল দোজখের দরজা।
: এ কী! ওই পাপী দু’জনকে বেহেশতে নিলেন আর আমার জন্য দোজখ! কেন?
: ওরা এখানে এসেছে অপার শান্তিলাভের জন্য। কিন্তু বেহেশতে পকেট নেই যে কাটবে; বেচাকেনা নেই যে চোরাকারবার করবে। তাই ওদের জন্য বেহেশত। আর আপনি যেহেতু সারা জীবন মদ্যপানবিরোধী ছিলেন তাই যেখানে মদের ছড়াছড়ি সেখানে তো আর আপনাকে দিতে পারি না। তাই আপনার জন্য দোজখ। 

১০৪৭ পঠিত ... ১৮:৩২, মে ২৪, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top