পুলিশ বলে কথা!!

৭২৬ পঠিত ... ১৪:৩০, মে ২২, ২০১৬



এক তরুণ সাইকেলে চড়ে যাচ্ছিল। হঠাৎ তার সাইকেলের চেইনটা ছিঁড়ে গেল। কী করবে ভাবছে। এমন সময় তার বন্ধু গাড়ি চালিয়ে সেখানে উপস্থিত হল এবং বিপদগ্রস্ত বন্ধুকে সাইকেলে চড়তে বলে সাইকেলটা একটা সরু দড়ি দিয়ে গাড়ির পেছনের দিককার বাম্পারের সঙ্গে বেঁধে নিল। তারপর আস্তে—আস্তে গাড়ি চালাতে লাগল।

ইতিমধ্যে এক আধুনিকা একটি স্পোর্টস কার চালিয়ে তার গাড়িকে ওভারটেক করে চলে গেল। গাড়িচালক বন্ধু সবকিছু ভুলে মেয়েটিকে পেছনে ফেলার চেষ্টায় স্পিড বাড়িয়ে দিল। সাইকেল আরোহী বন্ধু বিপন্ন হয়ে ঘন ঘন বেল দিতে লাগল। এ অবস্থায় তারা একটি পুলিশ-বক্স অতিক্রম করল।

সেই পুলিশ-বক্স থেকে একজন পরবর্তী পুলিশ-বক্সে ফোন করল, ‘হাইওয়ে দিয়ে একটি মেয়ে ষাট মাইল স্পিডে একটা স্পোর্টস কার চালিয়ে যাচ্ছে; ওকে ছেড়ে দাও। তার পেছন-পেছন এক ছোকরা ষাট মাইল স্পিডে সাইকেল তো চালাচ্ছেই— তার ওপর সাইড দেবার জন্য ঘন ঘন বেল বাজাচ্ছে— ওই ছোকরাকে ধর।’

৭২৬ পঠিত ... ১৪:৩০, মে ২২, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য ( ১ )

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top