পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটি?

৫৪০৭ পঠিত ... ০১:৩৯, নভেম্বর ২৩, ২০১৭

বাংলাদেশের তিন প্রান্তে থাকা তিন পুরোনো বন্ধুর অনেকদিন পর দেখা।

কথা প্রসঙ্গে তারা একে অপরকে জিজ্ঞেস করলো- 'আচ্ছা, কোন জিনিস সবচেয়ে দ্রুত বলতো?'

প্রথমজন বললো, 'চোখের পাতা ফেলা সবচেয়ে দ্রুত ঘটে! কারণ দ্যাখ, আমরা চোখের পাতা ফেলার সাথে সাথেই আবার সবকিছু আগের মত করে দেখতে পাই!'

দ্বিতীয়জন বললো, 'আমার ধারণা আলো সবচেয়ে দ্রুতগামী, কারণ আমরা সুইচ টেপার সাথে সাথেই ঘর থেকে সব অন্ধকার পালিয়ে যায় এবং ঘর আলোকিত হয়ে যায়! দেখিস না, বিদ্যুৎ চমকালে আগে আমরা আলো দেখি, এরপর শব্দ শুনি?

তৃতীয়জন কিছুক্ষণ ভেবে এরপর বললো, 'আমার ধারণা এসবের কিছুই না।'

বাকি দুই বন্ধু একসঙ্গে জিজ্ঞেস করলো, 'কীভাবে?' তৃতীয়জনের উত্তর- 'কদিন আগে বরিশাল গেলাম অফিসের কাজের জন্য। ওদের ওখানকার তরকারি খেয়েছিলাম, প্রচুর পরিমাণে ঝাল খায় ওরা! তারপর হোটেলে শুয়ে আছি, হঠাৎ করেই পেটের ভেতর মোচড় দিয়ে উঠলো! তখন চোখের পাতা ফেলার সময়ও পেলাম না, সুইচও টিপতে পারলাম না! তার আগেই...'

৫৪০৭ পঠিত ... ০১:৩৯, নভেম্বর ২৩, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top