যে কারণে বানরটা এখন মেপে খায়

৬৫৭ পঠিত ... ১৭:৪১, জানুয়ারি ২০, ২০২৬

এক লোক তার পোষা বানর নিয়ে একটা বারে ঢুকল। লোকটা চুপচাপ ড্রিংক অর্ডার করে বসে পড়ল।

আর বানরটা? একেবারে তাণ্ডব শুরু। বার কাউন্টারে উঠে এক মুঠো জলপাই সাবাড়,

তারপর লেবুর স্লাইস—সব গিলে ফেলল। এরপর পুল টেবিলে লাফ দিয়ে একটা কিউ বল (প্রায় ফুটবলের সমান এক বল) তুলে মুখে পুরল, আর অবাক করা ব্যাপার—পুরোটাই গিলে ফেলল!

বারটেন্ডার চেঁচিয়ে উঠল, এই যে! দেখলেন আপনার বানর কী করল?

লোকটা শান্তভাবে বলল, না, কী করল?

আপনার বানর আমার পুল টেবিলের কিউ বলটা খেয়ে ফেলেছে—পুরোটা!

লোকটা কাঁধ ঝাঁকিয়ে বলল, আশ্চর্য না। ও যা দেখে তাই খায়। সরি—আমি সব কিছুর টাকা দিয়ে দিচ্ছি।

লোকটা ড্রিংক শেষ করল, বিল মেটাল, ক্ষতিপূরণ দিল, চলে গেল।

 

দুই সপ্তাহ পর, লোকটা আবার সেই বারে আসলো। বানরটাও সাথে। ড্রিংক অর্ডার দেওয়া হলো। বানরটা আবার ঘোরাঘুরি শুরু করল।

হঠাৎ সে বারে একটা চেরি পেল। চেরিটা তুলে নিজের পশ্চাতে ঢোকাল, বের করে এনে—খেয়ে ফেলল।

এরপর একটা বাদাম পেল। একই কাজ—ভেতরে, বাইরে, তারপর মুখে।

বারটেন্ডার বমি আটকাতে আটকাতে বলল, এইটা দেখলেন?! আপনার বানর কী করল জানেন?

লোকটা বলল, না, কী করল?

ও একটা চেরি আর একটা বাদাম পাছায় পশ্চাতে ঢুকিয়ে আবার বের করে খেয়ে ফেলেছে!

লোকটা মাথা নেড়ে শান্তভাবে বলল, হ্যাঁ, অবাক হওয়ার কিছু না। ও এখনও সব কিছু খায়।

এক চুমুক দিয়ে যোগ করল, কিন্তু কিউ বলটা বের করতে গিয়ে কষ্ট হওয়ার পর থেকে…

ও এখন সব কিছু মেপে খায়।

৬৫৭ পঠিত ... ১৭:৪১, জানুয়ারি ২০, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top