মনোনয়ন কিনেছেন ডিপজল, নমিনেশন পেলে তাকে ভোট দেয়ার আগেই 'ডিপজল ম্যাশাপ'টি দেখে নিন

২১২৫ পঠিত ... ১৭:৫১, নভেম্বর ১৫, ২০১৮

আলোচিত/সমালোচিত বাংলা সিনেমা তথা এফডিসির অন্যতম শীর্ষ খলনায়ক (সময় সময় নায়কও) এবং বাংলা সিনেমার অশ্লীল যুগের 'প্রবাদ পুরুষ' মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ আসনের নির্বাচন করার লক্ষ্যে আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন। এর আগে তিনি বিএনপির রাজনীতি করতেন, বিএনপি আমলে ওয়ার্ড কমিশনারও ছিলেন। সিনেমার অশ্লীলতাজনিত বিষয়াদি বাদেও রাজনৈতিক জীবনেও তার কর্মকাণ্ড যথেষ্টই সমালোচিত হয়েছিল।

কোনো বাংলা সিনেমা হলে হয়ত তার নির্বাচনে দাঁড়াতে নিশ্চয়ই এত হ্যাপা পোহাতে হতো না, দু’ চারটা ডায়লগ দিয়েই মনোনয়ন তো মনোনয়ন, একেবারে নির্বাচিতই হয়ে যেতে পারতেন। কিন্তু বাস্তব পৃথিবীতে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি মনোনয়ন পাবেন কি না। তবে মনোনয়ন পেয়ে গেলে তাকে হয়তো অনেকেই ভোট দিতে যাবেন। তার আগেই দেখে নিতে পারেন, ‘টিম আজাইরা’র ডিপজলকে নিয়ে বানানো মজার এই ভিডিওটি। ডিজে আলভি ফিচারিং টিম আজাইরা’র বানানো এই দুর্দান্ত ভিডিওটিতে ডিপজলকে একবারের জন্যেও দেখা না গেলেও পুরো ভিডিওতেই তিনি ছিলেন পুরোটা সময়। ডিপজল ছিলেন বলতে, বিভিন্ন বাংলা সিনেমায় তার বলা সব দুর্ধর্ষ (এবং অশ্লীল) ডায়লগ ছিল। এফডিসি এবং ডিপজলের সিনেমার সাথে সামান্য পরিচয় থাকলে আপনি উপভোগ করবেন টিম আজাইরা’র বানানো এই মিউজিক ভিডিওটি। সিনেমায় এমন কুরুচিকর ডায়লগের চর্চা যিনি করতেন, তাকে এমপি হিসেবে দেখতে চান কিনা, সেটাও ভেবে দেখুন!

 

২১২৫ পঠিত ... ১৭:৫১, নভেম্বর ১৫, ২০১৮

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top