যে কারণে মেয়েটি লাস ভেগাস শহর কিনতে পারেনি

৪৬৬৮ পঠিত ... ১৩:২৯, এপ্রিল ০৪, ২০২৩

Las-vegas

লাস ভেগাসের রাস্তায় হাঁটছেন এক ভদ্রলোক। হাঁটতে হাঁটতে তিনি লাস্যময়ী এক রমণীর দেখা পেলেন। সাজসজ্জা আর আকর্ষণীয় চাহনীতে তার কাছে এই রমণীটিকেই মনে হলো পৃথিবীর সেরা আবেদনময়ী নারী। ভদ্রলোক এই লাস্যময়ী নারীটির সাথে কিছুক্ষণ গল্প করার ইচ্ছা পোষণ করলেন।

গল্প করার এক পর্যায়ে তিনি জানতে পারলেন, রমনীটি একজন নিশিকন্যা। এতে তিনি খুশী হলেন।

রমণীটির কাছে জানতে চাইলেন, ‘হ্যান্ড-জবের জন্য তুমি কত ডলার নেবে?’

৫০০০ ডলার।

শুধু হ্যান্ড-জবের জন্য ৫০০০ ডলার অনেক বেশি।

রমণীটি ভদ্রলোককে তার সাথে আরেকটু হাঁটতে বললেন। হাঁটতে হাঁটতে একটি রেস্টুরেন্টের সামনে এসে রমণীটি বললেন, ‘এই রেস্টুরেন্টটা দেখছো? এই অঞ্চলে আমার হ্যান্ড-জব এত ফেমাস যে পুরুষরা আমাকে শুধু হ্যান্ড-জবের জন্যই ৫০০০ ডলার দেয়। তা দিয়েই আমি এই রেস্টুরেন্টটি দিয়েছি।‘

এমন বিখ্যাত হ্যান্ড-জব মিস করতে চান না বলে লোকটি ৫০০০ ডলারেই রাজি হয়ে গেলেন।

এরপর পাশেই একটা হোটেলে গিয়ে তারা হ্যান্ড-জবের কাজটি সেরে ফেললেন। সত্যি সত্যিই লোকটি এর আগে এমন সুখকর অনুভূতির হ্যান্ড-জব পাননি। তিনি এটাকে পৃথিবীর সেরা হ্যান্ড-জবের স্বীকৃতি দিলেন।

হ্যান্ড-জবে সন্তুষ্ট হয়ে লোকটি জানতে চাইলেন, ‘ব্লো-জবের জন্য তুমি কত ডলার নেবে?’

১৫০০০ ডলার।

এটাও স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি!

এবার রমণীটি ভদ্রলোককে একটি ক্যাসিনোর সামনে নিয়ে গেলেন। বললেন, ‘আমার ব্লো-জবও এই অঞ্চলে বিখ্যাত। পুরুষরা ১৫০০০ ডলারই পে করে আমার ব্লো-জবের জন্য। সেই ডলার দিয়েই আমি এই ক্যাসিনোটি প্রতিষ্ঠা করেছি।‘

পৃথিবীর সেরা হ্যান্ড-জব পাওয়ার পর একই নারী থেকে ব্লো-জবের স্বাদ নেয়ার জন্য লোকটি মুখিয়ে ছিলেন।

পাশের আরেকটি হোটেলে গিয়ে তারা ব্লো-জবের কাজটিও সেরে নিলেন। এবং আগের মতোই এই ব্লো-জব ছিলো লোকটির জীবনের সেরা ব্লো-জব। তিনি অবর্ণনীয় সুখকর এই ব্লো-জবকেও পৃথিবীর সেরা ব্লো-জবের স্বীকৃতি দিলেন।

এবার পুরুষটি লাস্যময়ী এই সুন্দরীর সাথে ইন্টারকোর্সের স্বাদ পেতে চাইলেন।

জিজ্ঞেস করলেন, ‘তোমার ইয়ের স্বাদ পেতে আমাকে কত ডলার পে করতে হবে?’

রমণীটি উঠে জানালা দিয়ে লাস ভেগাস শহর দেখিয়ে বললেন, ‘এই যে লাস ভেগাস শহরটা দেখছো...’

‘তুমি কি এখন বলবে, তোমার সাথে ইয়ে করার জন্য পে করা ডলার দিয়ে তুমি লাস ভেগাস শহরটা কিনে ফেলেছো?’

রমণীটি বললো, ‘বলতে পারতাম, যদি আমার আসলেই ইয়েটা থাকতো!’

৪৬৬৮ পঠিত ... ১৩:২৯, এপ্রিল ০৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top