ফেসবুকে বান্ধবীকে সাহায্য করতে গিয়ে একদিন

১৩৩৪৯ পঠিত ... ১৬:৫৮, জানুয়ারি ৩১, ২০১৭


এক মেয়ের সাথে সেদিন ফেসবুকে চ্যাট হচ্ছিলো। হালকা একটু পটানোর ট্রাই করছিলাম। কথা বলতে বলতে হঠাৎ করে সে মেসেজ পাঠালো, 'Bhalo koyekta choti golper link dao.'

আমি কিছুক্ষন তব্দা খেয়ে পরে ভাবলাম যে, 'থাক, হু অ্যাম আই টু জাজ এনিওয়ান? এরচেয়ে বরং বেচারিকে একটু হেল্প করি!'

পরে খুঁজে খুঁজে ওকে ভালো কয়েকটা ওই টাইপের গল্পের লিঙ্ক পাঠায়ে দিলাম! ব্যাস, তারপরেই শুরু হয়ে গেলো গজব! একগাদা গালাগালির সাথে সে আরও যা যা বললো তার মোদ্দা কথা হলো, সে নাকি আসলে লিখছিলো/মিন করছিলো যে, 'Bhalo koyekta choto golper link dao.'

কী-বোর্ডে o আর i পাশাপাশি হওয়াতেই নাকি ভুলে ঝামেলা হয়ে গেছে! তবে তারপর থেকে এখন পর্যন্ত আর কোন রিপ্লাই পাইনি তার।

১৩৩৪৯ পঠিত ... ১৬:৫৮, জানুয়ারি ৩১, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top