মদ খাওয়ার অযুক্তি বোঝাতে একবার এক পাদ্রী একটা প্রদর্শনীর আয়োজন করলেন। প্রথমে তিনি এক গামলায় পানি আর আরেক গামলায় মদ রেখে গরুদের পান করতে দিলেন। গরুগুলো স্বভাবতই মদের গামলা না ছুঁয়ে পানির গামলার পানি পান করলো। পাদ্রী মাতালদের এবার বোঝালেন- দেখো মদ কত খারাপ। গরুও পান করে না।
: ওরা তো গরু, মদের মর্ম বুঝবে কি করে? সমঝদার মানুষ হইলে ঠিকই পানি ছেড়ে মদ পান করতো! মাতালরা বললো।
পাদ্রী এবার এক গামলায় পানি আর আরেক গামলায় মদ রেখে প্রথমে পানির গামলায় কিছু পোকা ছাড়লেন- সেগুলো স্বাভাবিকভাবে উড়ে গেল। তারপর মদের গামলায় ছাড়লেন। সেগুলো স্পিরিটের কারণে মারা পড়ল।
: বলেছিলাম না! মদ পেটের জন্যও কত উপকারী। মদ খেলে পেটের পোকা মরে... -মাতালরা এবার মহা উৎসাহে উপসংহার টানলো!
পাঠকের মন্তব্য