স্ত্রীকে পরকীয়ার শাস্তি দিতে স্বামী যখন প্রফেশনাল আততায়ীর কাছে গেলেন

৫৪০২ পঠিত ... ১৭:২৯, জুন ২৭, ২০১৯

একজন প্রফেশনাল আততায়ী বুলেটপ্রতি ১০০০ ডলার করে চার্জ করতো। একদিন এক লোক এসে তাকে বললো, আপনি কি সেই লোক যে বুলেটপ্রতি ১০০০ ডলার করে নেন?

: হ্যাঁ। আমিই সেই লোক। 

: যদি গুলিটা মিস করেন?

আততায়ী ঠান্ডা গলায় বললো, আমার শট কখনো টারগেট মিস করে না।   

: আচ্ছা। তাহলে এক্ষুনি চলেন। এই নিন ২০০০ ডলার। আমি এইমাত্র জেনেছি আমার স্ত্রী আমার এক কাছের বন্ধুর সাথে সম্পর্করত। তারা এই মুহূর্তে একটা হোটেলে আছে। 

তারা দ্রুত গাড়িতে করে হোটেলের সামনে একটা দোকানে পৌছে গেলো। হোটেলের ছাদে উঠে গেলো পাইপ বেয়ে। আততায়ী তার দূরবীন সেট করে বন্দুক তাক করলো। 

লোকটা বললো, ওরা ২১ নাম্বার  রুমে আছে। আমি চাই আমার স্ত্রীর মাথা বরাবর একটা গুলি করবেন। আর আরেকটা করবেন সাথের বদমাশটার ডিকে।  

আততায়ী দূরবীনে চোখ রেখে আরেকবার দেখলো। কয়েক মিনিট সে দেখতেই থাকে। শট নেয় না।

: কী হলো? গুলি করতে দেরি করছেন কেন? –অস্থির স্বামী বললো।  

: দুই মিনিট অপেক্ষা করেন। মনে হচ্ছে আপনার ১০০০ ডলার আমি সেভ করতে পারবো। 

৫৪০২ পঠিত ... ১৭:২৯, জুন ২৭, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top