ওয়েইন রুনি তখন এভারটনের খেলোয়াড়। এক চোর তাঁর বাসায় ঢুকে চুরি করল তার টয়লেটের কমোড!
খবরটা পেয়েই রুনির ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রের সরবরাহকারী কোম্পানি Trax ঘোষণা দিয়ে বসল, তারা তস্করের কাছ থেকে কমোডটি কিনে নিতে চায়। কোম্পানির মুখপাত্র একই সঙ্গে আশাবাদ ও হতাশা প্রকাশ করে বললেন, ‘কমোডটা কিনতে পারলে পরে ভালো দাম হাঁকানো যেতে পারত। কিন্তু সমস্যা হচ্ছে, রুনি ঠিক ওই কমোডেই বসতেন, সেটি প্রমাণ করা দুঃসাধ্য হয়ে পড়বে।’
তা তো বটেই, হস্তাঙ্গুলির ছাপের ব্যাপার হলে তা প্রমাণ করতে বেগ পেতে হতো না। কিন্তু এটি যে কমোড!
পাঠকের মন্তব্য