মাতাল স্বামীর বদভ্যাস ছাড়াতে বান্ধবীর পরামর্শ নেয়ার পর স্ত্রী যা দেখলেন

৮৩৯০ পঠিত ... ১৮:৫৫, মে ২৮, ২০১৮

জনৈক মহিলা তার বান্ধবীর সঙ্গে আলাপকালে দুঃখ করছিল যে, প্রতিদিনই তার স্বামী মদ খেয়ে মাতাল অবস্থায় অনেক রাত করে বাড়ি ফেরে। এবং প্রায় রুটিন করেই প্রতি রাতে দরজা খোলার সময় সে তার স্বামীর সঙ্গে উচ্চস্বরে ঝগড়া করে; তাকে এই বদ অভ্যাস ছাড়ার জন্য বলে কিন্তু কোনো লাভই হয় না। বান্ধবী তাকে পরামর্শ দিলো-

: তারচেয়ে একদিন সম্পূর্ণ উল্টো ব্যবহার কর না কেন? যত রাতেই সে আসুক না কেন, তুমি জেগে থেকে দরজা খুলে দিয়ে তাকে মধুর ব্যবহার করে স্বাগতম জানাবে, আদর করে ডিনার করিয়ে বেডরুমে নিয়ে যাবে। তারপর তার মন বুঝে মিষ্টি স্বরে অনুরোধ করবে সে যদি তার বদ অভ্যাস ছেড়ে দেয় তবে তাকে তুমি এভাবেই চিরদিন ভালোবেসে যাবে।

অলংকরণ: সামির

বুদ্ধিটি মহিলার মনে ধরল।

পরদিন সে চমৎকার একটি পোশাক গায়ে চড়িয়ে প্রস্তুত হয়ে থাকলো। গভীর রাতে বেল বাজতেই সে ছুটে গিয়ে দরজা খুলেই চুমু দিয়ে তার স্বামীকে স্বাগত জানালো। তাকে টেনে ডাইনিং রুমে নিয়ে তার সবচেয়ে প্রিয় খাবারগুলো দিয়ে ডিনার করালো। খাওয়া শেষে তাকে বসার ঘরে নিয়ে গিয়ে যত্ন করে নিজ হাতে তার জুতো, মোজা, কোট খুলে দিলো। তারপর আলতো করে একটা চুমু খেয়ে কানে ফিসফিস করে বললো— আমাদের বোধহয় এখন বেডরুমে যাওয়া উচিত...

‘আমারও তাই মনে হয়, বাড়ি ফিরতে বেশি দেরি হয়ে গেলে আমার নির্বোধ স্ত্রীটি আবার হাউকাউ লাগিয়ে দেবে’— এই প্রথম মুখ খুললো তার স্বামী।

৮৩৯০ পঠিত ... ১৮:৫৫, মে ২৮, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top