শুক্রাণুদের বাসটি জরায়ুপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, এরপর?

৯১৮৪ পঠিত ... ১২:১৪, মার্চ ০৬, ২০১৮

শুক্রাণুদের শহরে স্পার্ম পরিবহনের একটি বাস হঠাৎ করে চলতে শুরু করলো।

বাস শুক্রাণু যাত্রীদের দিয়ে ভর্তি প্রায়। তাদের গন্তব্য অভিন্ন, জরায়ুপুর। পথে শুধু পার হতে হয় একটা টানেল। তবে মাঝেমধ্যেই সেই টানেলের সংযোগ বিচ্ছিন্ন দেখা যায়। টানেলে প্রবেশের আগ পর্যন্ত রাস্তা শেষ হতেই প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে সকল যাত্রীসহ পুরো বাসটি।

অলংকরণ: সালমান সাকিব শাহরিয়ার

হেল্পার শুক্রাণুকে তাই থাকতে হয় বিশেষ সতর্ক। সামনে রাস্তা ব্যাপারে ড্রাইভার শুক্রাণুকে যাত্রার শুরু থেকেই সে সতর্ক করতে থাকে।

স্পার্ম পরিবহনের এই রাতের বাসটি প্রথমে ধীর গতিতে চলছিলো। আস্তে আস্তে বাড়তে থাকলো বাসের গতি। বাড়তে বাড়তে একটা সময় ঝড়ের গতিতে এগোতে থাকলো বাস।

সামনেই সেতু। হেল্পার সতর্ক। ঝড়ো গতিতে চলতে চলতে হঠাৎ হেল্পারের হাঁক শুনে ধুম করে হার্ডব্রেক কষে দিল ড্রাইভার।

হেল্পার বলেছিলো, 'ওস্তাদ, সামনে পেলাস্টিক...!'

৯১৮৪ পঠিত ... ১২:১৪, মার্চ ০৬, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top