শপিংয়ে যান, দরিদ্র শ্রমজীবী গোরখোদক ভাইদের পাশে দাঁড়ান

১০৩৫ পঠিত ... ১৭:২৭, মে ০৮, ২০২১

gorkhodok

গোরখোদক ভাইদের প্রতি সদয় হোন। কয়েকদিন আগেও তাঁদের হাতে অনেক কাজ ছিলো। দিনরাত পরিশ্রম করেছে। এই ঈদের সময় এঁদের কাজ কমে গেলে আয় কমে যাবে। মনে রাখবেন, ওঁদের পরিবার আছে। গোরখোদকদেরও সমাজে মাথা উঁচু করে দাড়াতে হবে। সুতরাং সদয় হোন।

gorkhodok (2)

gorkhodok (3)

মার্কেটে মার্কেটে ঘুরে আপনি শুধু শপিংই করছেন না, অর্থনীতির চাকা সচল রাখছেন। আগামী শতাব্দীতে আপনিই ইতিহাস। সুতরাং দয়া করে মাস্ক পরবেন না। আপনার একটি সচেতন পদক্ষেপ দরিদ্র শ্রমজীবী গোরখোদক এবং এই শিল্পের সাথে জড়িত সকলের পরিবারে এনে দিতে পারে স্বচ্ছলতা।

gorkhodok (1)

লেখা: কাজি মাহমুদ রতনপুরী 

১০৩৫ পঠিত ... ১৭:২৭, মে ০৮, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top