অথচ এতো প্রেমের পরও পায়ে পায়ে হাঁটা হলো না তাহসান খান, রোজার
মাসুদ কামাল বলেছেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে
এদিকে বিএনপির দুই নেতা পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে পা সরিয়ে ফেলেন তারেক রহমান
মির্জা আব্বাস বলেছেন, কিছু ছেলেমেয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাচ্ছে, আমি ঝগড়া করবো না
তাই হয়তো অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দেওয়ার কথা বলেন জামায়াতের আমীর
প্রায়ই তৃতীয় শক্তির পায়ের আওয়াজ পান গোলাম মাওলা রনি
অন্যদিকে আওয়াজ ছাড়াই পায়ে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান
সব রাজনৈতিক দল গল্প শোনাচ্ছে, তারা ক্ষমতায় গেলে দেশ শক্ত পায়ে দাঁড়াবে
অথচ ভোটের মাঠে শক্ত ভাবে দাঁড়াতে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে তারা
এতো এতো পায়ের গল্প চারপাশে কিন্তু দেশের মানুষের সবচেয়ে বড় চিন্তা এখন তার ঠান্ডা পা নিয়ে।
পা দুটো গরম হবে কখন...



পাঠকের মন্তব্য