ফেসবুক পেইজ ও মোবাইল ফোন সরকার

৪২ পঠিত ... ১৩:২৬, ডিসেম্বর ২০, ২০২৫

এভাবে সরকার চালাইতে কিন্তু আরাম আছে। আপনার কোনো দায়িত্ব নাই। মূলত আপনি একটা ফেসবুক পেজ। যার যেমন ইচ্ছা করবে, আপনি শফিকুলরে দিয়ে একটা সুন্দর করে ফেসবুক পোস্ট লিখিয়ে পোস্ট করে দেবেন। মাঝে মাঝে শুধু বাংলাতে লিখবেন, মাঝে মাঝে বাংলা আর ইংরেজি দুটাতেই লিখবেন। হাদির ওপর গুলি মারার পর কী করেছে সরকার? অনেকগুলো ফেসবুক পোস্ট আর একজনের হেলমেটে হাদীর ছবি আঁকায়ে আকাশে উড়াইছে।
গত পরশু রাতে হাদির মৃত্যুতে একদল অত্যন্ত শোকাহত মানুষ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, ভারতীয় হাই কমিশন ভেঙে, লুট করে শোক পালন করল। রাতভর চলল এই শোক পালন। অল্পের জন্য জানে বেঁচে গেছেন বেশ কয়েকজন সাংবাদিক। যদিও বাঁচতে পারেন নাই ময়মনসিংহের 'এক হিন্দু ব্যক্তি', তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরকার সেই লোকটার নাম জানার পর্যন্ত আগ্রহ দেখায় নাই। আমি যেভাবে লিখলাম 'এক হিন্দু ব্যক্তি' ঠিক একইভাবে প্রধান উপদেষ্টার পেজ থেকে লেখা হয়েছে।
এদিকে দেখি ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দিতে বলা দলের নেতারা নাকি শেষ মুহূর্তে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করেছেন। কাদের হাত থেকে উদ্ধার করেছেন? ভারতীয় আধিপত্যবাদকে যারা ধ্বংস করতে ভাঙচুর, আগুন আর লুট করতে গিয়েছিলেন তাদের থেকে।
অবশ্য আশার কথা হলো প্রধান উপদেষ্টার সাথে দুই পত্রিকার সম্পাদকদের সাথে ফোনে কথা হয়েছে। এরমানে প্রধান উপদেষ্টা শুধু একটি ফেসবুক পেজ না, তিনি একসাথে একটা মোবাইল ফোনও। কী কথা হয়েছে জানি না। হয়তো কথা দিয়েছেন, এবার তিনি নিজেই প্যারাট্রুপিং করবেন, ডেইলি স্টার আর প্রথম আলোর লোগো হেলমেটে এঁকে ২০০০০ ফিট উচ্চতা থেকে নিজেই ঝাঁপিয়ে পড়বেন।
৪২ পঠিত ... ১৩:২৬, ডিসেম্বর ২০, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top