নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক ছাঁটাই বন্ধসহ একাধিক দাবি-দাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ ও আন্দোলন করছিল শ্রমিকরা। সেখানে যৌথবাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে নিহত হয় হাবিব নামের এক শ্রমিক। (তথ্যসূত্র: দেশ রূপান্তর, আজকের পত্রিকা)
এর আগেও শ্রমিকদের আন্দোলনে যৌথবাহিনী গুলি চালিয়েছে। এর আগেও মারা গেছে শ্রমিক। এমন শ্রমিক হত্যা নিয়ে চারদিকে নানান সমালোচনা চললেও যৌথবাহিনী বলছেন ভিন্ন কথা। বিষয়টিকে তারা পজেটিভ হিসেবেই দেখছেন। এক ভূয়া সূত্র থেকে জানা গেছে, দুনিয়া থেকে শ্রমিকদের ছাঁটাই করে আন্দোলন থেকে মুক্তি দেয়ার লক্ষেই তারা গুলি করছেন। এতে শ্রমিকদের উপকার হচ্ছে বলেও জানান যৌথবাহিনীর এক গর্বিত খুনি। ফেক আইডি থেকে তিনি বলেন, শ্রমিকদের দুনিয়া থেকে ছাঁটাই করে চিন্তা থেকে মুক্তি দিচ্ছি। শান্তিতে আমরা আরও নোবেল পাওয়ার প্রায় দ্বারপ্রান্তে।
একটি ফেক আইডি থেকে তিনি বলেন, কী পরিমাণ রোদ দেখছেন? শ্রমিকরা এমন রোদে আন্দোলন করবে! তাদের সোনার শরীর রোদে পুড়ে যাবে তা আমরা কীভাবে সহ্য করি! তাই এক গুলিতে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি। এবার কবরে গিয়ে আরামে ঘুমাবে। কষ্ট করে রোদে পুড়ে আন্দোলন করতে হবে না।
পাশ থেকে শ্রমিকদের অভয় দিয়ে অন্য এক সৈনিক বলেন, আপনারা টেনশন করবেন না। আমাদের স্টকে প্রচুর গুলি আছে। অভিজ্ঞ সৈনিকও আছে। তাদের টার্গেটও নিখুঁত। সাভারেও আমরা এক শ্রমিকদের আন্দোলন থেকে মুক্তি দিয়েছি, আজকে হাবিবকে মুক্তি দিলাম। সামনে সাফল্যের সাথে আমাদের এই শ্রমিক হত্যার অগ্রযাত্রা চলবে! এই রাষ্ট্রের শ্রমিকদের আমরা আর কোনো টেনশন করতে দেব না। শ্রমিক দেশের, গুলি করে মেরে ফেলার দায়িত্ব আমাদের।
যৌথবাহিনীর এমন সাফল্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শান্তির পায়রা ইনুস সাব। নিজের একটি ফেক আইডি থেকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না! দেশে আরও শান্তির নোবেল আসছে। আপনারা উৎসবের আয়োজন করুন।
উৎসবের আয়োজন করতে করতে এক ইউনূসেক্সুয়াল বলেন, ইনুস সাবকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাওয়ার স্বপ্ন আমার সারাজীবনের! ভাইবা দেখেন, উনি যেমনে শ্রমিক মারছে, ৫ বছর ক্ষমতায় থাকলে শ্রমিকদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। বেতন, বকেয়া, বোনাস, নির্যাতন, ছাঁটাই কোনো কিছু নিয়েই তাদের আর আন্দোলন করতে হবে না। তারা সবাই কবরে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। আর আমরা পাব শত শত শান্তির নোবেল।
পাঠকের মন্তব্য