শেকাসিনা হইছে বড় শেকাসিনা। অনেক ছোটো ছোটো শেকাসিনাও আছে। যাদের আচরণ দেখবেন শেকাসিনার মতো। আবার শেকাসিনার চেয়ে বড় শেকাসিনা আছে। দুনিয়াতে সব কিছুর একটা মিনি ভার্সন, জায়ান্ট ভার্সন থাকে।
জীবন থেকে নেয়া সিনেমায় দেখবেন, রাষ্ট্রের ছোটো ভার্সন পরিবারের মইধ্য দিয়া পরিচালক রাষ্ট্ররে দেখাইছেন। রাষ্ট্র বড়, পরিবার ছোট। কিন্তু অপারেশন সেম।
বিশ্বে জাতিসংঘ আছে। টেরাম আছে। নেতানা আছে। নেতানা আর টেরাম মিলে মব করে। জাতিসংঘ মব শেষে বিবৃতি দেয়। শান্তির বার্তা নিয়া আইসা বলে যে তারা বেঁচে আছে, মরে নাই। এরপর টেরাম আর নেতানা আবার নিজেদের খেলনা নিয়ে খেলা শুরু করে।
বাংলাদেশে পুরা ব্যাপারটার ছোটো ভার্সন আছে। জাতিসংঘ হইতেছে ইন্টেরিম সরকার। নেতানা আর টেরাম হইতেছে মব জনতা। মব জনতা মনের সুখে মব করে। এরে-ওরে জুতার মালা পরায়, মারে, কাটে, পিডায়, ভাঙচুর করে। ইন্টেরিম বিবৃতি দিয়া প্রমাণ করে যে তারা মরে নাই, বিবৃতি দেয়ার জন্য এখনও বেঁচে আছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই বিবৃতি দেখে মব জনতা মুচকি হাসে ও তাদের পরবর্তী টার্গেট ঠিক করে। ইন্টেরিম বসে যায় বিবৃতি লিখতে।
পাঠকের মন্তব্য