চাচা ৭১ কোথায়?

২১৫ পঠিত ... ১৮:০৬, ফেব্রুয়ারি ০২, ২০২৫

17

বাংলা সিনেমার একটা প্লট আছে এমন—যৌথ পরিবারের মধ্যে হঠাৎ করে একজন বিদেশে চলে গেলে বা মারা গেলে, তার সন্তানদের বাকি পরিবার অবহেলা শুরু করে দেয়। মাছের বড় টুকরাটা আর তাদের দেয় না। দেয় না মুরগির রানের পিসটাও। ছেলে হলে ওয়ার্কশপে কাজে লাগিয়ে টাকা নিয়ে যায় শয়তান চাচাটা। কিংবা মেয়ে হলে তার থাকার জায়গা হয় রান্নাঘরে, খায় বাসনকোসনের তলায় পড়ে থাকা এঁটো খাবার।

৫ আগস্টের পরে ৭১-এর হইছে এমন অবস্থা। দেখে মনে হয়, ৭১ এতিম হয়ে গেছে কিংবা তার বাবা বিদেশ চলে গেছে, নয়তো মরে গেছে। তার প্রতি শুরু হয়েছে পরিবারের বাকি সবার অবহেলা। ২৪-কে পরিচয় করিয়ে দিচ্ছে ঘরের সন্তান হিসেবে আর ৭১-কে দেখিয়ে বলছে, ও আমাদের কাজের ছেলে। বইমেলা আসতে আসতে গল্প আরও করুণ। সেখানে দেখা যাচ্ছে, ৫২-আছে, ২৪-ও আছে। নাই হয়ে গেছে ৭১। বাংলা সিনেমায়ও এমনটা হয়। সিনেমার এক পর্যায়ে শয়তান চাচারা মিলে এতিম ছেলেটাকে বা মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয়। সে থাকে রাস্তায় রাস্তায়।

৫ আগস্টের পর ২৪ দিয়ে ৭১-কে এতবার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে যে—কখনও কখনও মনে হচ্ছে, এই বুঝি বাপ্পারাজ আসলো। এসে ইউসুফ সরকারকে বলল, চাচা, চারপাশে এত চব্বিশ কেন? একাত্তর কোথায়?

দিন শেষে দেখা গেছে, এই সৎ ছেলে বা এতিম ছেলে স্ট্র্যাটেজিতে পকেট ভারি হয়ে গেছে আওয়ামীলীগের। ৭১-কে ভালোবাসা অনেকে আওয়ামীলীগকেই বানিয়ে ফেলছেন এতিম ৭১-এর নির্বাসিত পিতা। আশায় বসে আছেন, একদিন পিতা আসবেন। একাত্তরকে উদ্ধার করবেন এই কারাগার থেকে। যেমন বাতিল স্ট্র্যাটেজিতে জয় বাংলা স্লোগান হয়ে গেছে আওয়ামীলীগের আরেক সন্তান। ৭১-ও জয় বাংলার এই কষ্ট দেখে দেশের অনেক মানুষই আবার ফিরে যাচ্ছেন শেখ হাসিনা ও আওয়ামীলীগের পতাকাতলে। ২৪-এর আন্দোলনে অ্যাক্টিভ অনেক মানুষও এখন বলা শুরু করছেন, আহা আমার ৭১, আহা আমার জয় বাংলা। শুধু যে বলছেন তা না, হয়তো অপেক্ষায় আছেন, আওয়ামীলীগের জন্য। স্বপ্ন দেখছেন, আওয়ামীলীগ একদিন আসবেন। এতিম ৭১-কে রক্ষা করবেন। ফিরিয়ে দেবেন পুরোনো গৌরব।

বাংলা সিনেমাগুলোর শেষের দিকে কি হয় জানেন তো? শেষ পর্যন্ত ফিরে আসেন এতিমের বাবা কিংবা ভাই। উদ্ধার করেন এতিমকে। ফিরিয়ে দেন তার পুরোনো সম্রাজ্য। এরপর তারা সুখে শান্তিতে বসবাস শুরু করেন।

তবে জীবন সিনেমা না হলেই ভালো। কারণ সিনেমার মতো হয়ে গেলে তখন হয়তো আমাদের বলতে হবে, চাচা, চারপাশে এত একাত্তর কেন? চব্বিশ কোথায়?

২১৫ পঠিত ... ১৮:০৬, ফেব্রুয়ারি ০২, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top