রাশিয়াকে ঢেলে উগান্ডার মতো সাজাতে চান পুতিন

১৩৭ পঠিত ... ১৬:১৭, মার্চ ২০, ২০২৪

13 (4)

হয়ে গেলো রাশিয়ার জাতীয় নির্বাচন, অবধারিতভাবেই আবারও পুতিনই জিতেছেন। নির্বাচন জিতলেও পুতিনের মনে বেশ আক্ষেপ কারণ উগান্ডার সুপ্রিম লিডারের মতো বারবার ক্ষমতায় আসলেও দেশটা উগান্ডার মতো হচ্ছে না, এবার তাই দেশকে ঢেলে উগান্ডার মতো করে সাজাতে চান পুতিন, বিস্তারিত জানতে গিয়েছিলাম তারই কাছে।

 

প্রতিবেদক: পুতিন ভাই প্রথমেই আপনাকে অভিনন্দন, আবারও নির্বাচিত হওয়ার জন্য।

পুতিন: ধন্যবাদ, কিন্তু মনটা ভালো নাই বুঝলেন? জীবনটা খুব মনোটোনাস হয়ে গেছে, বারবার জিতলেও দেশে উগান্ডান স্টাইলের উন্নয়ন আর ডেমোক্রেসি নাই। দিনের বেলা ভোট করে জিততে হলো।

 

প্রতিবেদক: বলেন কী? ছি! ছি! আপনাদের এখানে দিনে ভোট হয়, আপনি এতদিন ক্ষমতায় থেকেই দেশের মানুষকে রাতের ভোট শেখাতে পারলেন না।

পুতিন: এটাই তো আক্ষেপ রে ভাই

 

প্রতিবেদক: এর চেয়ে বড় কথা মানুষকে ভোট দিতেই বা হবে কেন? আমাদের ওখানে তো মৃত আত্মীয়স্বজনরাই আমাদের কাজ করে দিয়ে যায়।

পুতিন: ওয়াও, দারুণ ব্যবস্থা তো, আমাকে একটু বুদ্ধি দেন তো কীভাবে কী করেন আপনারা?

 

প্রতিবেদক: শেখাব অবশ্যই শেখাব, আপনি আমাদের ওখানে কয়েকদিন ঘুরে যান! সাথে কয়েকজন ছাত্রনেতা নিয়ে আসবে অবশ্যই। আপনার উগান্ডার পলিটিক্স শেখার পাশাপাশি ওদেরও গেস্টরুম কালচার শেখা জরুরি।

পুতিন: অবশ্যই ভাই

 

প্রতিবেদক: যাই হোক, এবার কাজের কথা আসি। এই নির্বাচনে জেতার পর আপনার মূল কাজ কী যদি একটু বলতেন।

পুতিন: আমাদের দেশ তো অলরেডি ইউরোপের অংশই! তাই নতুন করে ইউরোপের মতো কিছু করার দরকার নেই। তবে উগান্ডার মতো দেশকে ঢেলে সাজাতে চাই। আপনাদের দেশের সহমত ভাই, পিও অভিভাবক কালচার আমার খুব প্রিয়। এতবার নির্বাচিত হলাম কেউ পিও অভিভাবক লেখা একটা পোস্টারও ছাপালো না, সব বেয়াদপের দল। পাশাপাশি উগান্ডার স্টাইলের ফ্রিডম অফ স্পিচও এদেশে আমদানি করার ইচ্ছা রয়েছে।

১৩৭ পঠিত ... ১৬:১৭, মার্চ ২০, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top