চার পাণ্ডবের একটি রূপকথার গল্প

৮২৯ পঠিত ... ১৬:৩৯, জুলাই ২৩, ২০২২

rupkothar-golpo

আজ থেকে ১৫ বছর পরের কথা। চার বন্ধু স্কুলের টিফিন টাইমে গল্প করতেছে।

১ম বন্ধু: আরে জানিস না আমার আব্বু এতো কড়া! প্রত্যেকদিন সকাল আটটার আগে আমাকে ঘুম থেকে ডেকে তুলে পড়তে বসায়। এমনকি ছুটির দিনেও আরাম করে ঘুমাইতে পারি না।

২য় বন্ধু: তোর বাপ তো সকাল ৮টা, আমার বাপ ৭টার সময় থেকে ডাকাডাকি শুরু করে। না জাগলে ফ্যান অফ করে দেয়।

৩য় বন্ধু: তোর বাপ তো তাও ৭টার সময় ফ্যান অফ করে দেয়, আমার বাপ তো ৬টার আগে ঘুম থেকে না উঠলে গায়ে পানি ঢেলে দেয়!

তিনজনের কথা শুনতে শুনতে চতুর্থ বন্ধুটা এতোক্ষণ খিকখিক করে হাসছিলো, হঠাৎ গলা ফাটিয়ে হো হো করে হাসতে হাসতে মাটিতে গড়াতে লাগলো!

বাকিরা বললো, ‘কীরে তুই এতো হাসতেছিস কীজন্য? আমাদের কষ্টে হাসি আসে? তোর আব্বু কি খুব মহান নাকি?’

ছেলেটার হাসি মুহূর্তের মাঝে মিলিয়ে গেলো। বাকি তিনজনের দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে বরফের মতো ঠাণ্ডা গলায় সে উত্তর দিলো, ‘আমার আব্বুর নাম মুশফিকুর রহিম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার!’

এরপর থেকে আর কোনদিন বাকি বন্ধুরা তাদের সকালে ঘুম থেকে ওঠার দুঃখের গল্প ঐ ছেলেটার কাছে করেনি।

৮২৯ পঠিত ... ১৬:৩৯, জুলাই ২৩, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top