আমার ছোট ভাই রাশেদকে যেদিন দাওয়াত দিলাম

৮৭২ পঠিত ... ১৭:৩৪, ফেব্রুয়ারি ০৩, ২০২২

choto-vaike-dawat

রাশেদ, বিশিষ্ট ছোট ভাই। ফ্যামেলি নিয়ে আমাদের কয়েক গলি দূরেই থাকে। এদিকে আমি আর পাপ্পু ভাই ব্যাচেলর (উনি বিবাহিত ব্যাচেলর, আমি রিয়েল)। চুলায় রান্না বসানো হয়েছে। রাশেদকে ফোন দেয়া হলো

-হ্যালো রাশেদ তুমি কই?

-এলাকায় ভাই।

- কাজ কী?

- এই তো ভাই বাসায় যাবো, খাবো।

- এক কাজ করো তুমি আমাদের বাসায় চইলা আসো। আজ তোমার দাওয়াত। বড় বড় দেশি মুরগীর পিস দিয়া গরম গরম ভাত। একলগে খামুনি।

- ওকে ভাই আসতেছি।

 

ঘণ্টাখানেক পর। রাশেদকে আবার ফোন দেয়া হলো।

- রাশেদ তুমি কই?

- এলাকায় ভাই।

- কী করতেছো?

- আড্ডা দিতেছি ভাই।

- কখন আসতেছো?

- এই তো ভাই বাসায় গিয়া ফ্রেশ হয়েই আসতেছি।

- তাহলে এক কাজ কইরো বাসায় আন্টি ডাল রান্না করছে কিনা দেইখো। মুরগী তো শুকনা। এদিকে ঘরে ডাল নাই। এখন ডাল রান্না করতে হলে আবার পেঁয়াজ মরিচ কাটাকুটির ঝামেলা।

- জ্বি ভাই।

- আর না পাইলে হোটেল থেকে কিনে আইনো।

- ওকে ভাই।

 

আরো ত্রিশ মিনিট পর রাশেদকে আবার ফোন দেয়া হলো।

- রাশেদ তুমি কই?

- এইতো ভাই মাত্র বাসায় ঢুকতেছি। ফ্রেশ হয়েই বাইর হবো।

- ওকে এক কাজ কইরো বাসায় যদি বাড়তি ভাত রান্না করা থাকে নিয়ে আইসো। ভাত একটু কম আছে। বাসায় না থাকলে হোটেল থেকে কিনে আইনো।

- জ্বি ভাই

আরো বিশ মিনিট পর। রাশেদকে আবার ফোন দেয়া হলো

- রাশেদ তুমি কই?

- বাসায় ভাই।

- কী করতেছো?

- জ্বি ভাই ভাত খাইতেছি!

৮৭২ পঠিত ... ১৭:৩৪, ফেব্রুয়ারি ০৩, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top