সম্রাট বাবরের রিমিক্স জীবনী

৩৪৬১ পঠিত ... ১৪:৩৪, অক্টোবর ১২, ২০১৮

সম্রাট বাবরের আসল নাম জহির উদ্দিন মুহাম্মদ জালাল উদ্দিন বাবর। ১৫২৬ সালের ৩০ এপ্রিল তিনি তিমুর রাজবংশে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে সম্রাট বাবর সেইরকম পাবলিক ছিলেন। তার ছিলো মোট নয়জন স্ত্রী, ১৫ জন সন্তান এবং কয়েক হাজার নতুন শার্ট। 

স্ত্রী, পুত্র, কন্যা এবং শার্ট ছাড়াও সম্রাট বাবরের ছিল ১০টি ৫ টনি ট্রাক। সেই ট্রাকগুলোর গায়ে লেখা ছিলো 'সমগ্র বাংলাদেশ পাঁচ টন।'

ট্রাকের পেছনে লেখা ছিলো 'হর্ন বাজান'।

গ্যাস সিলিন্ডারে লেখা ছিলো 'জন্ম থেকে জ্বলছি'।

১০টি ট্রাকের ভেতরে তেমন কিছু লেখা না থাকলেও সেখানে ছিলো বিভিন্ন রকম অস্ত্র এবং গ্রেনেড। 

১৫২৬ সালে সম্রাট বাবর ১০ ট্রাক অস্ত্র নিয়ে পানি পথের প্রথম যুদ্ধে অংশগ্রহন করেন এবং ইব্রাহিম লোদীকে পরাজিত করেন।

২০০৪ সালের ২১ আগস্ট সম্রাট বাবর ট্রাক থেকে গ্রেনেড নিয়ে পানি পথের চতুর্থ যুদ্ধে ঝাপিয়ে পড়েন। কিন্তু আসল গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় সম্রাট সে যুদ্ধে পরাজিত হন।

একবিংশ শতকের শুরুর দিকে সম্রাট বাবর পানি পথের পঞ্চম যুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং কঠিনভাবে পরাজিত হন, তারপর ফাঁসিতে ঝুলে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি ৯ জন স্ত্রী, ১৫টি সন্তান, ১০টি অস্ত্রহীন খালি ট্রাক, কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড এবং লন্ডনে এক ইতিহাসবিদ বন্ধুকে রেখে যান।

৩৪৬১ পঠিত ... ১৪:৩৪, অক্টোবর ১২, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top