বিএনপিতে নতুন যারা যুক্ত হয়েছেন, তাদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

৬০ পঠিত ... ১৭:২০, নভেম্বর ১১, ২০২৫

লেখা: মাহমুদ ওয়াজেদ 

ভাষণে বা প্রেস কনফারেন্সের আগে যা মুখস্থ করবেন:

ম্যাডাম জিয়া।

আপোষহীন নেত্রী–খালেদা জিয়া।

দেশ নায়ক–তারেক রহমান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিণী: খালেদা জিয়া।

নোট:

শেখ হাসিনা কোনোকালেই ওনার সহধর্মিণী ছিলেন না। 

জিয়াউর রহমান ১৯৮১ সালে শহীদ হয়েছেন। নতুন করে তাকে শহীদ করবেন না।

শেখ যুক্ত করে জিয়া পরিবারের কারোর নাম নেই।

তবে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়ের জামাইয়ের নাম–শেখ ফজলে নাঈম।

মিছিলে যা বলবেন:

জিয়ার সৈনিক, প্রতি উত্তরে বলবেন, এক হও।

এক জিয়ার লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে।

আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে।

তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।

খালেদা, উত্তরে জিয়া।

তারেক, উত্তরে রহমান।

বিএনপির ৩১ দফা।

৬ দফা আওয়ামী লীগের।

উপকার হইলে, কমেন্ট করে জানাবেন। 

 

৬০ পঠিত ... ১৭:২০, নভেম্বর ১১, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top