স্যালুট স্যালুট শেখের বেটিকে, তুমি যে চালুর চালু!

১০১৯৭ পঠিত ... ১৫:১৩, এপ্রিল ২১, ২০১৭


 

স্যালুট স্যালুট শেখের বেটিকে
তুমি যে চালুর চালু
প্রশংসা করে শেষ করা যায়?
শুকাইয়া আসে তালু।

 

তোমার ব্যবসা দারুণ ব্যবসা
দেশটারে বেচা কেনা
সফল বলেই ব্যাংকের কাছে
নেই ঋণ, নেই দেনা।

ভারতের কাছে দেশ বেচে দিয়ে
কার্গো ভরিয়া টাকা
নিয়ে ফিরে এলে দলবলসহ
খুশিতে নাচিলো ঢাকা।

সাফল্য দেখে ঈর্ষা করিল
মীর্জা বাড়ির ছেলে
শেখের বেটির করার কী আছে
পাজিরা দুঃখ পেলে?

টাকা কড়ি নিয়ে বসে থাকা নয়
টাকাটা যখন খাটে
সফল ব্যবসা পাহাড় ঠেলিয়া
সন্মুখ পানে হাঁটে।

দেশ বেচা টাকা লগ্নি করিলে
ভূটান কিনিয়া নিলে
দেশ বেচে কিনে বিশ্ববাসীকে
তাজ্জব করে দিলে।

ব্যবসা সফল শেখের বেটিকে
ভালো পাই, মানে প্রিয়
সুযোগ পাইলে মালদ্বীপ কিনে
নেপালকে কিনে নিয়ো।

বেশি দামে দেশ বিক্রি করিয়া
সস্তায় দেশ কিনে
বাংলাদেশকে পৌঁছিয়ে দিও
কোরিয়া, জাপান, চীনে।

প্রস্তুত থাকো আমেরিকা, ফ্রান্স
খাইবা ইলিশ পেটি
তোমাদের দেশ কিনিতে আসিবে
আর কে? শেখের বেটি!

১০১৯৭ পঠিত ... ১৫:১৩, এপ্রিল ২১, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top