আরেক জন্মে বিড়াল হব। পড়ালেখা করব না। নাচ-গান-কবিতা শিখব না। কাউকে সালাম-আদাব-নমষ্কার করব না। রাস্তাঘাটে স্যরি কিংবা এক্সকিউজ মি বলব না। যাকে ভালো লাগবে তার কাছে ঘেঁইষা বসব। বাড়তি অ্যাটেনশন পাওয়ার জন্য মাঝে মাঝে মুড দেখাব। ভালো না লাগলে খা/ম/চি দিয়ে র/ক্ত বাইর করব।
একজন পয়সাওয়ালা ক্যাটমম থাকলে খারাপ হয় না। আদর যত্ন করবে। নিয়মিত মাংস, দুধ খাইতে দিবে। যেইদিন টুনা কিংবা স্যামন খাইতে দিবে ওইটা হবে ঈদের দিন। আমার বাঁইচা থাকা ছাড়া তেমন কোনো কাজ থাকবে না। খাব ঘুরব ঘুমাব। মুড ভালো থাকলে ক্যাটমমের ঘাড়ে উঠব। চুমু খাব। ঘন ঘন লেজ নাড়াব। পায়খানা প্রস্রাবের জন্য একটু পরে পরে টয়লেটে দৌড়াব না। এসি রুমে নরম বিছানায় থাকব কিন্তু ইলেক্ট্রিসিটি বিল দিব না। ক্যাটমম আমাকে তার সাথে মিল কইরা জামা পড়াবে। রঙ কিংবা ডিজাইন পছন্দ না হইলেও তেমন আপত্তি করব না।
রাগ উঠলে সবকিছু ছাইড়া নিরুদ্দেশ হব। মিন টাইমে রাস্তাঘাটের ফকিন্নি বিড়ালদের সাথে ফ্রেন্ডশিপ করব। ওদের সাথে ঘুইরা ঘুইরা মুরগির হাড়, মাছের কাঁটা খাইতে খাইতে ভাবব, কী অ্যাডভেঞ্চ্যারাস মাইরি! তখন যেইখানে সেইখানে ল্যাটকা মাইরা বসতে কোনো প্যারা খাব না। বেশিরভাগ সময় বসব বইয়ের উপর। ক্যাচার ইন দ্য রাইয়ের উপরে বসতে পারলে সবচেয়ে আরাম পাব। কীসের উপ্রে বসছি সেইটা তো আর বুঝব না, কিন্তু আশ্চর্য চমৎকার অনুভূতি হবে।
এরমধ্যে ক্যাটমম (কিংবা ক্যাটড্যাড। তবে মেয়েদের যেহেতু টেন্ডারনেস বেশি, ক্যাটমমই প্রেফারড) আমাকে খুঁইজা বাইর করার জন্য তদন্ত কমিটি গঠন করবে। দুইদিন অনেক খোঁজাখুঁজির পরে ফেরত আসলে আসতেও পারি। অবশ্য আমার কোনো কিছুতে কেউ মাইন্ড করবে না। আমি হব একটা বদমায়েশ রেকলেস ইনসেন্সেটিভ বিড়াল। ক্যাটমম কিংবা ড্যাড অবহেলা করলে মন খারাপ করতে পারি, আবার না-ও করতে পারি। তবে নিজে থেকে কারও জন্য কিছু করব না এইটা নিশ্চিত। আমার বাঁইচা থাকা কিংবা ম্যাও ম্যাও করাই হবে কারও জন্য আনন্দদায়ক।
আরেক জন্মে বিড়াল হবই।
পাঠকের মন্তব্য