লেখা: ফাহিম আনাম মেঘ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বছরের শুরু থেকেই মুস্তাফিজ ইস্যুতে বেশ চাপে ছিলো। নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ওয়াক ওভার দিলো বাংলাদেশ। তবে শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে আসছিলো পাকিস্তান। তোম আগে বাড়ো, হাম তোমহারে পিছে হ্যায়। তোম বয়কট করেগা তো হাম ভি করেগা—ইহাই ছিলো তাদের মন্তব্য।
তবে হঠাৎ করেই ৩৬০ ডিগ্রি ইউটার্ন নিয়ে তারা বলছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলেও পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না! এ ধরনের দ্বিচারিতা শুধু পাকিস্তানই করে ব্যাপারটা এমন না, আমাদের বন্ধু মহলেও কিন্তু এরকমটা হয়ে থাকে। শুরুতে না হলেও বন্ধুত্বের একটা পর্যায়ে বন্ধুমহলের কেও না কেও ধীরে ধীরে পাকিস্তান হওয়ার দিকে এগিয়ে যায়। চলুন জেনে নেই কীভাবে বুঝবেন আপনার বন্ধু পাকিস্তান হয়ে গেছে কিনা।
যদি দেখেন আপনার অমনোযোগী বন্ধু বলা নাই কওয়া নাই হঠাৎ করে আগের থেকে পড়াশোনায় বেশি মনোযোগী হয়ে গেছে তারমানে সে আসলে পাকিস্তান হয়ে গেছে! পরীক্ষার আগেই হতে হবে এমন না তবে আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষার আগে এর প্রমাণ পেতে পারেন। টেক্সটে বা সামনাসামনি যেভাবেই হোক, পড়াশোনার আপডেট জানতে চাইলে বলবে, আরে দোস্ত! বিশ্বাস কর কিছু পড়িনি। এরপর পরীক্ষার পর দেখবেন পুরা কোপ দিয়ে বসে আছে!
টাকাপয়সা নিয়ে বলতে গেলে ব্যাপারটা আরও ভালো মতো বোঝা যায়। বন্ধুত্বের শুরুতে সাধারণত বিষয়গুলো ভালোই থাকে। শুরুতে সবাই বলে, অ্যাই, রাখো না গো! আমি বিল দিচ্ছি! না আমি! না আমি, হিহিহি! আর আসল ঝামেলা কিন্তু শুরু এর পর থেকে! বন্ধুত্ব একসময় এমন এক জায়গায় গড়ায় যে কে বিল দেবে সেটা নিয়ে রক পেপার সিজার খেলা লাগে। পকেটের হাজার টাকার বান্ডিল নিয়ে ঘুরলেও চা খাওয়ানোর ১০ টাকার সংকট দেখা দেয়। কিন্তু নিজে প্রেমিকাকে নিয়ে ডেটে গেলে তখন কিন্তু হাজার টাকার বিল দিতে কোনো সমস্যা হয় না।
কোনো বড় ট্যুর প্ল্যান করার সময় সবচেয়ে বেশি উৎসাহ থাকে এদেরই। দু সপ্তাহ ধরে সবকিছু গুছিয়ে আনার পর বাগড়াটা প্রথম আসে এদেরই থেকে। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর ‘না যেতে পারবো না রে’ বলে আস্তে করে কেটে পড়ে এরা। আরে প্যারা খেতে হয় ওই গুছিয়ে আনা বান্দাগুলোকে। যারা চরম উৎসাহ উদ্দীপনা নিয়ে প্ল্যান করে শেষে বাস্তবায়ন করতে না পেরে হতাশায় ডু্বে যায়।
তাই বন্ধুদেরকে ‘ওই, তুই তো পাকিস্তান হয়ে গেছিস’ বলে গালি না দিয়ে আপনি নিজেও পাকিস্তান হয়ে যান! কারণ গালি দিয়ে তো আপনি নিশ্চয়ই আপনার বন্ধুদের পরিবর্তন করতে পারবেন না। বন্ধুরা যদি ভালো হতো তাহলে তো আরো আগেই হয়ে যেতো! তাই তাদেরকে বদলানোর চেষ্টা মতো করে উল্টো আপনিই তাদের মতো হয়ে যান। কারণ কথাতেই তো বলে যে, if you can’t beat them, join them!



পাঠকের মন্তব্য