কী আছে এই পদকের মধ্যে

পঠিত ... ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে

3 (49)

লেখা: মঈনুল আহসান সাবের (সাহিত্যিক) 

একবার চিতাবাঘ, কবি ও কথাসাহিত্যিকের মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চিতা বরাবর রাখা হয়েছিল মাংস, কবি ও কথাসাহিত্যিক বরাবর পদক।
 
সবাইকে অবাক করে কবি ও কথাসাহিত্যিক চিতার অনেক আগেই দৌড় শেষ করে ফটো তোলার লোক খুঁজতে লাগল।
 
কিন্তু মানুষের সঙ্গে দৌড়ে চিতা কীভাবে হেরে যায়! আয়োজকরা ভাবলেন, ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল। তাই তারা আরও একবার দৌড়ের আয়োজন করলেন। এবারও কবি ও কথাসাহিত্যিক চিতাকে হারিয়ে দিল।
 
দান দান তিনদান। অর্থাৎ আরও একবার প্রতিযোগিতায় নামলেন ঐ তিনজন।
 
এবার দেখা গেল, চিতাবাঘ বিদ্যুৎ বেগে কোনাকুনিভাবে ছুটে এসে মাংসের বদলে পদক মুখে তুলে নিয়ে ফাস্ট ও ফার্স্ট।
 
সাংবাদিকদের প্রশ্নের মুখে চিতা বলল, আমি এবার মরিয়া ছিলাম। বুঝতে চাচ্ছিলাম, কী আছে এই পদকের মধ্যে যে ওরা এটা পাওয়ার জন্য আমাকেও হারিয়ে দেয়!
পঠিত ... ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top