প্রিয় মাদারীপুর বাসী, আমি আপনাদের ঘরের মেয়ে

৮৮৬ পঠিত ... ১৬:৫৭, ডিসেম্বর ২৮, ২০২৫

16 (35)

প্রিয় মাদারীপুরবাসী,
আমি আপনাদের ঘরের মেয়ে। মাদারীপুরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি অ-রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে ফেসবুকের মাধ্যমে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে সেটা পারছি না।


আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন নতুন পাবলিক পোস্টের সংস্কৃতি গড়ার মাধ্যমে আমি লড়বো, হবো ফেসবুকযোদ্ধা। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই ফিল্ডে আমার ফেসবুক পেজ থেকে সেটা করবো।


একটা ভালো ফলোয়ার সমৃদ্ধ ফেসবুক পেজ হলে সেই পেজের একাধিক এডমিন থাকে, সুসংগঠিত গ্রুপও থাকে। ফ্যান-ফলোয়ারদের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমার যেহেতু তেমন ফলোয়ার নেই, তাই আমার সেসব কিছুই থাকবে না।


আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং পুরোনো পেজ নতুন করে সামনে আনার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের কন্টেন্ট দেওয়ার (হ্যালো বন্ধুরা টাইপ) সুযোগ পাবো।


দুইটি বিশেষ বিষয়:
এক, আমার পোস্টে রিয়্যাকশন তেমন পড়ে না, কমেন্ট তো কেউ করেই না। আপনারা 'ওয়াও', 'নাইস লাগছা' কমেন্ট করলে কৃতার্থ হব, ইটস অ্যা ড্রিম!
দুই, যারা ইতোমধ্যে বন্ধু তালিকায় রয়েছেন কিন্তু থাকতে চাননা, তাদের জন্য রয়েছে একটা ফর্ম। ফর্মটা আমিই ফিলআপ করে দেবো আপনার সুবিধার জন্য। আপনি শুধু আমায় এক বেলা চা খাওয়াবেন, বিল আপনার।


আপনাদেরই মেয়ে,
মাহাবুবা শারমিন কলি

৮৮৬ পঠিত ... ১৬:৫৭, ডিসেম্বর ২৮, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top