চিফ হিট অফিসার যেসব উত্তাপ কমাতে পারবেন না

৩৩৪ পঠিত ... ১৬:৪১, মে ০৭, ২০২৩

Jeshob-uttap-komate-parbena

১. টাকার গরম: দেশে নব নব লুটেরা পাচারকারী ব্যাংক প্রতারণা ও জালিয়াতি এবং ঋণখেলাপীরা যে টাকার পাহাড় গড়েছে ও কথায় কথায় টাকার গরমে ধরাকে সরা জ্ঞান করে কানাডা, সিংগাপু্র‌ মালয়েশিয়া কেম্যান আইল্যান্ড, অ্যান্টিগা ও বারবুডা, সেন্ট কিটস ও নেভিস থেকে দুবাই সব দখল করে নিচ্ছে , সেই আংকেলদের টাকার গরম তিনি কমাতে পারবেন না।

২. ঝুলনদারদের গরম: পতিত সমাজতান্ত্রিকদের মশাল মার্কার নিভু নিভু আগুন তিনি কমাতে বা নেভাতে পারবেন না। কারণ গোলাবিহীন ট্যাংকের নলের সাথে ঝুলনৃত্যকারী এই নেতারা ক্ষমতার হালুয়ার গরমে এত গরম যে, তাদের গরম কমানো হিট অফিসারের পক্ষে সম্ভব না।

৩. বাজারের গরম: কখনও চিনি কখনও লবণ, কখনও তেল, কখনও চাল, কখনও মুরগী, কখনও তার ডিম, বাজারের উত্তাপ তথা অগ্নিমূল্য কমানোর সাধ্য তার, তার চাচাদের, তার বাবার, কারোই নাই। এরচাইতে তিনি কেকাপার সাথে শলা করে বরং নুডলসের অমলেট, কচুর রোস্ট আর বিভিন্ন বৃহদাকৃতি ফল ভিত্তিক রেসিপি জনপ্রিয় করে তুলতে পারেন।

৪. রাজনীতির গরম: তিনি চান বা না চান, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ এই শ্লোগান দেয়া, কেউ কর্কশ কণ্ঠে চিৎকার করলে তাকে অগ্নিকন্যা বলা ও কথায় কথায় কাগজে, টায়ারে, লাঠির আগায়, মোমবাতি বা মশালের মাথায় আগুন জ্বালানো ও কুশপুত্তলিকার নামে কিছু বালিশ পোড়ানো তিনি বন্ধ করতে পারবেন না।

৫. তিতাস গ্যাসের লিকজনিত গরম: লিক বা ফুটা বন্ধ করতে না পারায় মিথেন গ্যাসের দুর্গন্ধে অগ্নি ঝুঁকিতে থাকা শহরে যে কোন স্থানে আগুন বন্ধ করার কোন কার্যকর ব্যবস্থা তিনি নিতে পারবেন না।

৬. আতশবাজির গরম: কিছু হলেই আতশবাজি ও ফানুস জ্বালিয়ে মজমা করা তিনি বন্ধ করতে পারবেন না। এই আতশবাজি প্রকল্পে তার পিতারও অনেক আগ্রহ থাকায় পাখীর নিদ্রাভঙ্গ করে শতভাগ সফলতার সাথে মেট্রোরেলের লাইনে ফানুস ফেলে যাত্রাভঙ্গ করার আগুন কমানোর সাধ্য তার নাই।

৭. গরম মশলা: দেশের বাজারে গরম মশলা নামের যে পদার্থগুলি পাওয়া যায় যার বেশিরভাগই আমদানী হয়ে আসে, এই মশলাগুলিকে ঠান্ডা মশলা বানানো তার পক্ষে সম্ভব হবে না।

৮. হট ও হটিজ: দেশে বোটক্স, ল্যাটেক্স, ডিটক্স, ট্রান্সপ্ল্যান্ট, ইমপ্ল্যান্ট ও এক্সটেনশন, ফিলার, সিলার করে, যেসব মানুষ থোতা কোরিয়ান ও চুল চাইনিজ বানিয়ে, হট ও হটিজ হচ্ছে তাদের হটনেস কমানো তার পক্ষে সম্ভব হবে না।

৯. হট প্যাটিস ও হট অ্যান্ড সাওয়ার সুপ: এই খাবারটির একটি এই তিনকোনা আকৃতির ভেতরে মাংসের উচ্ছিষ্ট ও আরেকটি লাল মরিচের ঝোল দিয়ে বানানো হলেও এদের নামের হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই নাম কখনো তিনি বদলাতে পারবেন না।

১০. ক্ষমতার গরম: নব নব ক্ষমতাবান হাইব্রিড ইঞ্জিন বিশিষ্ট রাজনৈতিক নেতা কর্মীদের গরম গরম বক্তৃতা, প্রতিপক্ষের চর্ম তুলে দুই গালে পাদুকা প্রদান সহ নানা রকম গরম ভাব বন্ধ করা তার পক্ষে সম্ভব হবে না। চান্দাবাজ ধান্দাবাজ টেন্ডারবাজ সহ সকল নব্য লোকজনের গরম বাড়তেই থাকবে।

১১. ফেসবুকের সহমত ভাইবোনদের গরম: এদের গরম কেমন সেটা তিনি এরই মধ্যে টের পেয়েছেন। এটা কমানোর কোন চেষ্টা করলেই তিনি তার পূর্বপুরুষদের সৃষ্ট ছিপি ব্যাং এর ঘ্যাংগর ঘ্যাং সহ সব ধরনের গালাগালিভার্সদের লিলিপুটিয়ান আচরণ দেখতে পাবেন। অতএব সহমত গরম থেকে দুরে থাকাই ভালো।

১২. বংশের গরম: কার বাবার জুতা ছিলো নাকি ছিলো না, কার স্যুট ছিলো আর কার আচকান, কে লুঙ্গিতে গিট্টু দিতো আর কে পায়জামার ফিতা বাঁধতে জানতো না, এইসব বংশগৌরবী, আজীবন গদির অধিকারী তথা গদাধিকারীদের মুখের গরম তিনি কমাতে পারবেন না। অবিলম্বে তার নিজের মুরুব্বীদের জুতার ছবি তুলে রাখাটাই হয়তো বেশি দরকার।

১৩. বিদ্যুত পানি ও এলপি গ্যাসের দামের গরম: এটা নিয়ে কথা না বলাই ভালো। এটা বাড়বেই। আই এম এফ ভাইয়াকে কথা দেয়া হয়ে গেছে।

১৪. জানিস আমি কে গরম: এই ভাইয়া ও আপুদের গরম কি সেটা তিনি তার আশেপাশে তাকালেই টের পাবেন।

১৫. ঢাকা শহরের গরম: এটা কমাতে হলে চাই সবুজ, চাই বাতাস, চাই খোলা মাঠ। এ বিষয়ে তিনি পারিবারিক ভাবে আলোচনা করলেই জেনে যাবেন খাল বিল নদী নালা খেলার মাঠ কারা দখল করেছে। কারা পাবলিকের মাঠ দখল করে ক্লাবের নাম লিখে দিয়েছে। কারা গাছ কেটে আবাসিক প্রকল্প বানিয়েছে আর তার পরিবারের মধ্যে কে গাছ কাটার নির্দেশে স্বাক্ষর করেছেন।

আশা করি এটা তিনি কমাতে পারবেন। তবে ইতিহাস বলে, এই বিষয়ে কথা হয়, কোন কাজ হয় না।

সবশেষে যা তিনি পারবেন না, কখনোই না সেটা হলো নিজের পদের নামের আগের হিট শব্দটা তিনি বদলাতে পারবেন না। ওখানে হিট থাকবেই।

নামটা হিট অফিসার না হয়ে কুলিং অফিসার হলে হয়তো ভালো হতো। এশিয়ার প্রথম, বাংলাদেশের প্রথম, ঢাকা উত্তরের প্রথম হিট অফিসারের প্রতি রইলো অসংখ্য শুভেচ্ছা। তার কাছে একটা কুইজ।

ঢাকা দক্ষিণের গাছ কাটা অব্যাহত রেখে ও বিভিন্ন মার্কেটে অগ্নিকান্ডে সাম্প্রতিক অভিজ্ঞতায় তিনি কী করে ঢাকা দক্ষিনের উত্তাপ থেকে ঢাকা উত্তরকে আলাদা করবেন?

রবীন্দ্রনাথের বলে যাওয়া তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষু উত্তরের গরমে উড়ে যাওয়া তিনি কীভাবে থামাবেন? তার সফলতা কামনা করি। ব্যর্থ হলেও ক্ষতি নাই।

তার জন্য পরামর্শ। হিট কমুক বা না কমুক, ওয়াসা, ক্রিকেট ও ফুটবল থেকে শিক্ষা নিয়ে তিনি যেন আজীবন এই পদে কীভাবে থাকতে হয় সেটা রপ্ত করে নেন।

৩৩৪ পঠিত ... ১৬:৪১, মে ০৭, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top