বিএনপি, জামায়াত ও অন্যান্যদের সাথে এনসিপির GenZ Dating Universe

৮৬ পঠিত ... ১৭:১৯, ডিসেম্বর ২৭, ২০২৫

34 (7)

এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের দিকে তাকালে মনে হবে তারা কোন নির্বাচনী কৌশলে না, সরাসরি Gen-Z dating Universe-এর ভেতরে ঢুকে পড়েছে। আওয়ামী লীগকে এক্সপোজ করে, দেশছাড়া করে, এনসিপির শুরুটা ছিল একেবারে ক্লাসিক 'I’m single and independent' টাইপ। প্রথমে বেশ জোর গলায় বলছিল, তারা একাই নির্বাচন করবে, কাউকে দরকার নাই, একাই একশ তারা। জুলাই পরবর্তী Political glow-up নিয়ে শুরু হয়েছিল তাদের self-love era, যেখানে সবাইকে বোঝানো হল আমি কারও সাথে না থাকলেও ঠিক পথেই আছি। ১৬ বছরের শোষণ শেষে তাদের কল্যাণেই দেশবাসী স্বপ্ন দেখা শুরু করে এক Growth and Development এর revenge arc.

এরপর দৃশ্যপট বদলাতে শুরু করে বিএনপির সাথে আলোচনা নিয়ে। এখানেই শুরু এনসিপি-বিএনপির situationship। নিয়মিত কথা, ইঙ্গিতপূর্ণ আলোচনা, ভবিষ্যৎ নিয়ে অস্পষ্ট আশা, কিন্তু আসন নিয়ে নেই কোন পরিষ্কার commitment। কেউই কাউকে পুরো ছাড়ছে না, আবার ধরেও রাখছে না। যেন আমরা দুজনে মিলে কিছু একটা... কিন্তু কী সেটা আমরাও জানি না! শেষ পর্যন্ত 'ভাইব ম্যাচ করল না' বলে ব্যাপারটা থেমে যায়। সম্পর্কও না, বিচ্ছেদও না, একদম textbook situationship।

কিন্তু বিএনপিকে পুরো ছেড়ে দেওয়াও হয়নি। এখনও কানাঘুষা শোনা যায়, আবার আলোচনা হতে পারে। অর্থাৎ বিএনপি আছে এখন benching পর্যায়ে। খেলায় নামানো হয়নি, কিন্তু মাঠের বাইরেও পাঠিয়ে দেওয়া হয়নি। ঠিক যেন, 'আমি এখন ready না, কিন্তু তুমি অন্য কারো কাছে যেও না' অবস্থা।

এই ফাঁকে আবার শোনা যাচ্ছে জামায়াতের সাথে জোট হতে পারে। যদিও সেটার কোন অফিসিয়াল ঘোষণা শোনা যায়নি। ধরে নেওয়াই যায় জামাতের সাথে এনসিপির এটি এক soft launching our relationship মত অবস্থা। ইনস্টাগ্রাম স্টোরিতে চেহারা দেখাচ্ছি না, কিন্তু হাত, shadow আর vague caption দিয়ে যাচ্ছি যাতে সকলে বোঝে কিছু একটা চলছে।

কিন্তু এখানেই চলে এল এক বড় টুইস্ট: এনসিপির নারী নেত্রীরা স্পষ্ট বলছে, জামায়াতের সাথে জোট হলে তারা পদত্যাগ করবে। একদম পরিষ্কার ভাষায়: 'red flag detected, we’re out.' সঙ্গে progressive liberal-রাও আছে বিপাকে। এনসিপির জামাতের প্রতি simping দেখে তারা জপেই যাচ্ছে, 'এ জন্যেই কী আওয়ামি লীগ-কে তাড়িয়েছিলাম!'

তবে এখানেই শেষ নয়। আমাদের 'progressive' এনসিপি প্রথমে ছিল এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে। যেন গোটা এক open relationship vibe। কিন্তু হঠাৎ দেখা গেল, এনসিপি আর এবি পার্টি গিয়ে জামায়াতের সাথে আলাদা করে কথা বলছে, সেখানে নেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। অর্থাৎ রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন পুরোপুরি ghosted। কোনো কল নাই, কোনো explanation নাই, শুধু ক্ষোভ আর অভিমান।

সব মিলিয়ে এনসিপির এই আচরণের সঙ্গে মেলানো যায় সব আধুনিক dating term-কেই। Ghosting, benching, breadcrumbing, mixed signals, কী নেই! বিএনপি অপেক্ষায়, জামায়াত soft launch অবস্থায়, এবি পার্টি plus-one, রাষ্ট্র সংস্কার আন্দোলন unread inbox-এ ghosted অবস্থায়, আর দলের ভেতরের মানুষ দিয়ে যাচ্ছে ultimate breakup warning। বাইরে থেকে দেখলে এনসিপি বলবে তারা খুব strategic, কিন্তু বাস্তবে তারা নিজেরাই জানে না তারা আসলে কী চায়!

সব মিলিয়ে commitment issues, multiple talking stages, no clear ideology, only mixed signals এর এক জগাখিচুড়ি বানিয়ে heartthrob এনসিপি এখন হয়ে উঠেছে আস্ত red flag.

এই পর্যায়ে বাকি আছে শুধু নেটফ্লিক্স পরিচালিত এক ডেটিং শো'র। সাংবাদিকরা যদিও চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এনসিপি যেভাবে দু'দিন পরপর বদলে যাচ্ছে, যেন তারা নিজেরাই হয়ে উঠেছে এক রাজনৈতিক situationship। হয়তো নেটফ্লিক্সই পারবে এই 'Too hot to handle' রাজনৈতিক দলের চাওয়া-পাওয়া তুলে ধরতে।

৮৬ পঠিত ... ১৭:১৯, ডিসেম্বর ২৭, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top