নিষিদ্ধ! সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে কী ভাবছে ছাত্রলীগ?

১৪৯ পঠিত ... ১৮:০৭, অক্টোবর ২৪, ২০২৪

8

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে এই ছাত্র সংগঠনটি আর কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এমন সংকটময় পরিস্থিতিতে কী করবে সংগঠনটি? তাদের সাংগঠনিক কর্মকাণ্ড কি চলবে? নাকি বন্ধ হয়ে যাবে? চললে কীভাবে চলবে? এমন নানান বিষয় নিয়ে আমরা এক কাল্পনিক সাক্ষৎকারে কথা বলেছি ছাত্রলীগের ৭৬ নাম্বার সহ-সভাপতির সাথে। তিনি জানিয়েছেন নিজেদের নানান পরিকল্পনার কথা।

প্রকাশ্যে কার্যক্রম চালাতে না পারলেও তারা ভাবছেন বেশ কিছু বিকল্প পদ্ধতি। দেশে শেখ হাসিনার বিকল্প না থাকলেও রাজনীতি করার নানান বিকল্প পথ আছে। সম্প্রতি ছাত্রলীগের ভেতর থেকে শিবিরের আত্মপ্রকাশের পর সেটি আরও পরিষ্কার। সংগঠনটি জানাচ্ছে, শিবিরের ভেতর পরজীবী হয়ে কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা। শিবির তাদেরকে জায়গা দেবে কিনা? এমন এক প্রশ্নে এই সহ-সভাপতি বলেন, শিবিরের কাছে এটা আমাদের সময়ের ঋণ। এই ঋণ শোধ করার জন্য হলেও তারা আমাদেরকে জায়গা করে দেবে। যে সব সাথী ভাইয়ের সাথে কাধে কাধ মিলিয়ে এতদিন ছাত্রলীগের রাজনীতি করেছি তারা আমাদেরকে নিশ্চয়ই দূরে ঠেলে দেবে না। বুকেই টেনে নেবে।

শিবিরের কমিটিতে জায়গা পাওয়ার জন্য অনেক নেতাকর্মী ইতোমধ্যে ধুমায়ে পড়ালেখা শুরু করছেন বলেও জানান এই সহ-সভাপতি। শিবির ছাড়াও ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র শক্তির মতো সংগঠনে যোগ দেওয়া নিয়ে পরিকল্পনা আছে তাদের।

অন্য এক সহ-সভাপতি জানিয়েছেন, পরিবর্তিত এই রাজনৈতিক বাস্তবতায় দলটির আরেক ভরসা ভিপিএন। প্রকাশ্যে রাজনীতি করতে না পারলে ভিপিএন ব্যবহার করে রাজনীতি করবেন তারা। ইতোমধ্যে নেতাকর্মীদের মোবাইলে পেইড ভিপিএন অ্যাপ ডাউনলোড করা হয়ে গেছে। দ্রুতই কার্যক্রম প্রকাশ্যে দেখা যাবে। এই সহ-সভাপতি বলেন, যেহেতু আমাদের বেশিরভাগ নেতৃত্বস্থানীয় অভিভাবক দেশের বাইরে অবস্থান করছেন সেহেতু ভিপিএন নিয়ে পরিকল্পনা আমাদের আগেও ছিল। এই পরিস্থিতিতে এটি আরও প্রাসঙ্গিক হয়েছে। 

তবে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ভিপিএন ব্যবহার করার দিকে মত দেন তারা। নেতাকর্মীদের সতর্ক করে তারা বলেন, হেমস্টারের টাকা কামানোর উদ্দেশ্যে কিংবা আমেরিকান সংস্কৃতি দেখতে নটি আমেরিকায় ঢুকে বসে থাকলে হবে না। ভিপিএন ব্যবহার করতে হবে রাজনৈতিক কর্মকাণ্ডে।

 

১৪৯ পঠিত ... ১৮:০৭, অক্টোবর ২৪, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top