আমি যখন নোবেল কমিটি থেকে ফোনটা পেলাম

২৮৫ পঠিত ... ১৬:৪৭, অক্টোবর ০৫, ২০২৩

আমি-যখন-নোবেল

কিছুক্ষণ আগে নোবেল কমিটি থেকে একটা কল এসেছে আমার ফোনে। কল করছেন নোবেল কমিটির মুখপাত্র অ্যাডাম স্মিথ। আমি তখন টিউশনে স্টুডেন্টকে পাটিগণিত পড়াচ্ছিলাম।

কল রিসিভ করতেই ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। ‘হ্যালো, দিস ইজ অ্যাডাম স্মিথ ফ্রম নোবেল প্রাইজ কমিটি। ক্যান আই টক টু মিস্টার ইমরান শাহরিয়ার?’

আমি বললাম, ‘জ্বি আমি ইমরান শাহরিয়ার বলছি। কিন্তু আমি এখন ক্লাস নিচ্ছি। ব্যস্ত আছি। আপনি পরে ফোন দেন।‘

ভদ্রলোক অনেক অনুনয় বিনয় করে আমার কাছ থেকে ২-৩ মিনিট সময় চাইলেন। আমি বাধ্য হয়ে বললাম—ঠিক আছে। যা বলবেন তাড়াতাড়ি বলেন। 

ভদ্রলোক প্রথমেই আমাকে অভিনন্দন জানালেন। বললেন—অভিনন্দন, মিস্টার ইমরান। আপনি নোবেল পুরস্কার ২০২৩ জিতেছেন।

‘নোবেল পুরস্কার জিতেছি’ কথাটা শুনে একটু অবাক হলাম। জীবনে কখনো ১০ টাকার একটা লটারি পর্যন্ত জিতিনি। কিন্তু আজকে নোবেল পুরস্কার জিতে গেলাম! এইটা কীভাবে সম্ভব?

নাহ। বিশ্বাস হচ্ছে না।

পরে ভদ্রলোক অ্যাডাম স্মিথ নিজেই আমাকে আশ্বস্ত করলেন—আমি জানি আপনার বিশ্বাস হচ্ছে না। আপনি এক কাজ করুন। আপনার ফোনের মেসেজ চেক করুন।

আমি মেসেজ চেক করে দেখলাম, সত্যি সত্যিই নোবেল কমিটি থেকে একটা মেসেজ এসেছে। তাতে সুন্দরভাবে লেখা—কংগ্র‍্যাচুলেশন্স! ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর নোবেল প্রাইজ ২০২৩।

আমি মেসেজ পড়েই ভদ্রলোককে একটা ধন্যবাদ দিলাম। বললাম—এখন আমার কী করতে হবে?

ভদ্রলোক জানালেন—আপনার কিছুই করতে হবে না। যা করার সবকিছু আমরাই করব। তবে পুরস্কারের বিষয়টা কনফার্ম করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে।

আমি ভদ্রলোককে আমার বিকাশের পিন নাম্বারটা দিলাম।

এরপর অ্যাডাম স্মিথ বললেন— ধন্যবাদ আপনার পিন নাম্বারটি শেয়ার করার জন্য। এইবার কাইন্ডলি চেক করে দেখুন, আপনার ফোনে একটা পাঁচ ডিজিটের কোড নাম্বার গিয়েছে। কাইন্ডলি কোড নাম্বারটি আমাকে বলুন।

আমি পাঁচ ডিজিটের কোড নাম্বারটিও অ্যাডাম স্মিথকে জানালাম।

ফোনের ওই প্রান্তে অ্যাডাম স্মিথ কিছু যেন একটা টিপাটিপি করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন—উই আর সর‍্যি ভাই, আপনার পিন নাম্বারটি ভুল দেখাচ্ছে। আপনি কাইন্ডলি আরেকবার মনে করে আপনার পিন নাম্বারটি বলুন।

আমি আরও একবার মনে করে আমার পিন নাম্বারটি বললাম।

কিছুক্ষণ পর ভদ্রলোক হতাশ হয়ে বললেন—ভাই, আপনি আগে বললেই পারতেন আপনার বিকাশের ব্যালেন্স ২ টাকা ৬৫ পয়সা। আপনারও এত কষ্ট করা লাগতো না, আমারও মোবাইলের এতগুলা টাকা খরচ হতো না।

জিজ্ঞেস করলাম—নোবেল পুরস্কারটা কি তাইলে আমি পাচ্ছি না?

ভদ্রলোক বললেন—এক্সট্রিমলি স্যরি ভাই। আপনার মত গরীবকে এই মুহুর্তে নোবেল পুরস্কার দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা দেখি, আপনার পরিবর্তে অন্য কাউকে নোবেলটা দেওয়া যায় কিনা।

আপনার মত গরীবকে... কথাডা শুনে আমার মাথাডা গরম হয়ে গেল।

কিন্তু সামনে আমার স্টুডেন্ট বসা। তাই জনাব অ্যাডামকে বাংলায় কিছু বলতে পারতেছি না। অতঃপর অনেক ভেবেচিন্তে হিন্দিতে বললাম—রাখ্, তে রি মা... কি।  বোসডিকে...

অ্যাডাম স্মিথ সাহেব বোধহয় হিন্দি ভাষা বোঝেন। তিনি ফোন কেটে দিলেন।

আমি স্টুডেন্টকে পড়ানোতে মনযোগ দিতে যাব এমন সময় হুট করে আমার ক্লাস সিক্স পড়ুয়া স্টুডেন্ট বলে উঠলো—স্যার, আপনি হিন্দিতে যেইটা বললেন অইটা অনেক পুরনো হয়ে গেছে। আপনারে একটা নতুন টার্ম শিখায়ে দিই। আপনি জাস্ট বলবেন—ফিলোদাপুতা ইর্পুদাসে।

২৮৫ পঠিত ... ১৬:৪৭, অক্টোবর ০৫, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top