মেয়েদের ট্রাভেল ডায়েরি: মেয়েদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা যেমন হয়

৩২৩৫ পঠিত ... ১৫:১৬, আগস্ট ২২, ২০২০

বিয়ের আগে: বিয়ের পর জামাইর লগে ঘুরিস।

বিয়ের পর: নতুন বউ। আরো কয়েকদিন পরে যাইস।

আরও কয়েকদিন পরে: প্রেগন্যান্ট অবস্থায় কেউ ঘুরতে যায়! বাচ্চা হওয়ার পরে যাইস।

বাচ্চা হওয়ার পরে: ছোট বাচ্চাকে নিয়ে কীভাবে ঘুরতে যাবা। বাচ্চার দু-বছর হোক।

বাচ্চার দু-বছর হলে: মাত্র দুবছরের বাচ্চা রেখে ক্যামনে ঘুরতে যাবে। এই তুমি না মা!?

বাচ্চা আরো একটু বড় হলে: আলহামদুলিল্লাহ, এবার নাতনি হবে। প্রেগন্যান্ট অবস্থায় কোথাও না যাওয়াই ভালো।

দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর: দুই-দুইটা ছোট বাচ্চা। এদের রেখে ঘুরার চিন্তা মাথায় আসে কীভাবে!

বাচ্চারা বড় হওয়ার পর: ওদের স্কুল, পড়ালেখা, কোচিং, অবসর কই তোমার!

বাচ্চাদের পড়ালেখা শেষ: অসুস্থ শ্বশুর-শাশুড়ি রেখে কীভাবে ঘুরতে যাওয়ার কথা বলো। পাষাণ নাকি!

শ্বশুর শাশুড়ি পর্ব শেষ: ছেলেমেয়ে বিয়ে করাইছো! বুড়া বয়সে ভীমরতি বাদ দাও তো!

এরপর: একেবারে মরার পর ঘুরতে যাইয়ো!

৩২৩৫ পঠিত ... ১৫:১৬, আগস্ট ২২, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top