অস্তিত্ববাদী দার্শনিক জাঁ পল সার্ত্রে আর আলবেয়ার কামুর দেখা হওয়ার পর

১২৩৮ পঠিত ... ২১:৫২, সেপ্টেম্বর ২৮, ২০১৯

দুই অস্তিত্ববাদী দার্শনিক জাঁ পল সার্ত্রে আর আলবেয়ার কামু এদের একদিন দেখা হয়েছিল। তারা সেদিন ওই মুহূর্তে ঠিক কী নিয়ে কথা বলতেছিলেন সেটা লিপিবদ্ধ নাই। তবে তারা কী নিয়ে eআরকি করতে পারেন সেই কল্পনাটুকু তো আমরা করতেই পারি। 

 সার্ত্রে: কামরুজ্জামান...থুক্কু, আলবেয়ার কামু, ভাবতেছি, আমরা কি সত্যি অস্তিত্বশীল? 

কামু: এখনও নিশ্চিত হইতে পারি নাই সার্ত্রে ভাই। আপনার প্যান্ট ময়লা হইয়া যাইতেছে, আমার মতো কইরা হাঁটু মুইড়া বসেন। 

সার্ত্রে: তোরে কতবার বল্লাম, চোখে চশমা দে, নাইলে এরা তোরে দার্শনিক হিসেবে পাত্তা দিবে না। 

কামু: লাভ কী! আমাদের অস্তিত্ববাদী দার্শনিক কচকচানি এখন এমনিতেও আর চলতেছে না। 

সার্ত্রে: এই যে আমি দূরে তাকায় আছি...কী দেখতেছি জানিস? দিব্য দৃষ্টিতে দেখতে পাইতেছি, আজ থেকে ৬০ বছর পরে পৃথিবীর সবাই অস্তিত্ববাদী হইয়া উঠবে। 

কামু: কেমনে? 

সার্ত্রে: এরা পরিবেশের এমন বারোটা বাজাবে, পৃথিবীর সবার অস্তিত্ব নিয়া টানাটানি শুরু হয়ে যাবে। 

কামু: আপনার মুখে ফুলচন্দন পড়ুক। 

সার্ত্রে: পিছনে স্কার্ট পরা মাইয়াটা কেডা রে? 

কামু: নজর সোজা রাখেন। সামনের শপিং মল থাইকা বেভোয়া ম্যাডাম বাইর হইলো। এইদিকেই আসতেছে। 

১২৩৮ পঠিত ... ২১:৫২, সেপ্টেম্বর ২৮, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top