হিমুর মাজেদা খালা ও একটি রাজনৈতিক দল

৩১৮ পঠিত ... ১৪:২৮, জুলাই ১৯, ২০২৫

হিমু বাসায় ঢুকতেই মাজেদা খালা উত্তেজনায় কাঁপতে শুরু করলেন। কথা বলতে পারছে না। হিমু বললো, কী হয়েছে খালা? এত কাঁপছ কেন? কোনও খুশি খবর আছে? খালু কি এনসিপিতে যোগ দিয়েছে?

মাজেদা খালা যেন আকাশ থেকে পড়লেন। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই যে মহাপুরুষটাইপ কিছু এটা আর কেউ বিশ্বাস না করলেও আমি করি।

কী করলাম? হিমু জানতে চাইল।

কীভাবে বলে দিলি তোর খালুর বিষয়টা। ঘটনা তো আসলেও সত্যি।

হিমু নির্বিকার ভঙিতে বললো, এটা তো নতুন কিছু না। খালু এই সতের বছর আওয়ামী লীগে ছিল। তার আগে বিএনপিতে ছিল। এখন এনসিপিতে যাওয়াটাই স্বাভাবিক।

মাজেদা বেগম হিমুর প্রতিভায় খুশি হবেন নাকি স্বামীর স্বভাবে দুঃখ পাবেন সেটা বুঝতে পারছেন না। তিনি বেলুনের মতো চুপসে গেলেন। প্রসংগ পাল্টাতে বললেন, বাদ দে, তোর কথা বল।

হিমু বললো, খালা, আমারও একটা বড় সংবাদ আছে। আমিও একটা দলে যোগ দিয়েছি।

মাজেদা খালা আবারও যেন প্রাণ পেলেন, বলিস কী? তুইও দলে যোগ দিয়েছিস? কী শুরু হলো দেশে? রাজনীতি ছাড়া তো একজনও অবশিষ্ট থাকছে না তাহলে।

হিমু বলল, মানুষ তো একরকম রাজনৈতিক জীবও।

মাজেদ বেগম বলল, তা ঠিক। তবে তোর বিষয়টা দেশের জন্য বিশাল ঘটনা। তা তোর দলের নাম কী?

বাংলাদেশ জোছনাপন্থি যুব সংঘ।

এটা আবার কেমন দল?

এখন বুঝবে না, কদিন পর দেখবা। আগামীতে আমরাই ক্ষমতায় যাচ্ছি।

বলিস কী?

হ্যাঁ। তুমি কি সদস্য হতে চাও?

অবশ্যই।

তাহলে পাঁচশ টাকা নিয়ে আস। সদস্য ফরম ছয়শ টাকা করে, তুমি যেহেতু কেন্দ্রীয় কমিটির সদস্যের খালা তাই তোমার একশ কম।

মাজেদা বেগম দৌড়ে পাঁচশ টাকা নিয়ে এলেন। তার চেহারার মধ্যে আলাদা একটা জ্যোতি চলে এসেছে।

তিনি নিজেকে সম্ভবত নেত্রী ভাবা শুরু করে দিয়েছেন।

খালা ফিসফিস করে বললেন, হিমু একটা কথা শোন।

বলো।

আমার এই রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়টা এখনই তোর খালুকে বলিস না।

আরে না। কী বলো। এখনই কেন বলব? খালুর সাথে তোমার রাজপথে দেখা হবে। মিছিল, মিটিং, কর্মসূচীতে।

খালা ধীর গতিতে মাথা নাড়লেন। তিনি খালুকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছেন। হিমু আর কিছু না বলে বের হয়ে গেলো। পাঁচশ টাকা তার খুব দরকার ছিলো। সিগারেট কেনার টাকা নেই। সে বের হয়ে দশটা সিগারেট কিনল। সিগারেটে টান দিয়ে খালার কথা ভাবছে, খালা এখন আর খালুকে সহজে মানবে না। প্রতিপক্ষ ভাববে।ভালো একটা ঝামেলা করে দিয়ে আসা হলো। অনেকদিন খালার বাসায় যাওয়া যাবে না।

হিমুর মনে হচ্ছে, এক হাজার টাকা নিয়ে এলে ভালো হতো। এই টাকায় চলা কঠিন...

৩১৮ পঠিত ... ১৪:২৮, জুলাই ১৯, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top