যে কারণা আমাদের চার-পাঁচটা মাথা হওয়া উচিত

৮২ পঠিত ... ১৮:৩৩, জুন ১৬, ২০২৫

মাথার সংখ্যা  হওয়া উচিৎ ছিলো অন্তত চার থেকে পাঁচটা। একটা মাথায় ভূত-ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা থাকবে, পাঁচ বছর আগে কী ঘটছে, আগামী সপ্তাহে কী ঘটতে পারে, কে কবে বাটাম দিছিল, কার কাছে ২ হাজার টাকা পাই, কে সিরিয়াস পোস্টে হাহা দিছিল এইসব মনে রাখবে।

একটা মাথায় থাকবে মেইন জব বা প্রফেশনাল জিনিসপত্র। কেউ পড়ালেখা করলে পড়ালেখা, সিনেমা বানাইলে স্ক্রিপ্ট, কর্পোরেটে থাকলে ডেডলাইন, ব্যবসা করলে কাস্টমার সংক্রান্ত যাবতীয় জিনিস থাকবে। স্কিল ডেভলপমেন্ট থেকে শুরু করে আয় রোজগার, মাসিক ব্যায়, ব্যাংক ব্যালান্স সব এই মাথার নিয়ন্ত্রণে থাকবে।

আরেকটা মাথার কাজ হবে হরমোনাল ফিল্ডে। এর মূল কাজ হবে প্রেম, সেক্স, ফ্যান্টাসি নিয়ে কাজ করা। প্রেমিক-প্রেমিকার হিসাব থেকে শুরু করে সকল টারময়েল নিরসনের দায়িত্ব এই মাথার। শুধু তাই না, নাটক, সিনেমা, উপন্যাস, নাচ-গান, খেলা, ট্রাভেলসহ যত পসিবল এন্টারটেইনমেন্ট আছে-সব এই মাথায় অন্তর্ভুক্ত হবে।

আরেকটা ফাইনাল মাথা লাগবে। যার শুধু ব্যথা হবে। মাইগ্রেন, সাইনুসাইটিস, মাথা ঘুরানোসহ আরও যেসব রোগ-শোক আছে, সব ধকল ও নিবে।

সবচেয়ে ভালো হয় যদি এক মাথায় কী চলতেছে সেটা আরেক মাথা না জানে। এদের সুইচবোর্ডটা আমাদের কাছে থাকবে। যখন যেটা লাগবে ওইটা টিপলেই হবে। তবে মানুষ যেহেতু বসতে দিলে শুইতে চায়, তাই, মাথাব্যথার মাথাটা সপ্তাহে একদিন চালু করা বাধ্যতামূলক হবে।

এতে করে আমরা আরও ভালোভাবে ফাংশন করতে পারবো। এক মাথার পক্ষে এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া অসম্ভব।

৮২ পঠিত ... ১৮:৩৩, জুন ১৬, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top