পাঞ্জাবি কিনতে শপে ঢুকলাম। একটা ট্রায়াল দিয়ে বের হইতেই সেলসম্যান বলতেছে, ভাই, অনেক সুন্দর লাগতেছে আপনারে। একদম পার্ফেক্ট মানাইছে। আমি বললাম, তাই নাকি?
বলে, হ্যাঁ, ভাই। আপনে সুন্দর মানুষ তো, যাই পরেন, তাই সুন্দর লাগে।
তাই? আমি আসলেই সুন্দর?
হ্যাঁ, ভাই। মাশাল্লাহ। আর এই কালার খুব সুন্দর ফুটছে আপনার গায়ে।
কেমন সুন্দর?
অনেক ভাই।
আপনারা তো সব কাস্টমাররেই সুন্দর বলেন। আমারে তো আলাদা কইরা বলতেছেন না। যে কাওরেই তো এই কথাই বলতেন।
না ভাই। সবাইরে সুন্দর বলবো ক্যান? যে সুন্দর তারে সুন্দর বলি।
আসলেই?
হ্যাঁ।
আমার সামনেই আরেকটা ভাই ট্রায়াল দিতে রুমে ঢুকতেছিলো। আমি ঐ ভাইরে থামায়া সেলসম্যানরে জিজ্ঞেস করলাম,
এই ভাই দেখতে কেমন? আমার চেয়ে বেশি সুন্দর না কম সুন্দর?
সেলসম্যান একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলো। তার চেয়েও বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়লো যে ভাইরে থামাইলাম উনি। পাঞ্জাবি চুজ করার সময় ওনারে আরেক সেলসম্যান বলছে, উনি বর্তমানে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। ব্র্যাড পিটের পরেই উনি। এই পাঞ্জাবি পরলে ব্র্যাড পিট আর ওনার সাথে পারবে না।
এখন এই সেলসম্যানের গড়িমসি দেখে উনি প্রতারিত বোধ করলেন। জোরে ধমক দিয়ে বললেন, কী! বলেন কে বেশি সুন্দর! বলেন না কেন? সেলসম্যান পুরা চুপ। এদিক ওদিক তাকাচ্ছে।
আস্তে আস্তে দেখলাম লোক জড়ো হচ্ছে। মোটামুটি সবাই নিজ সৌন্দর্যের গুণগান শুনে আসছে। কিন্তু আয়নায় নিজেকে দেখে বেশিরভাগই সিওর হতে পারছেনা। তার ওপর সেলসম্যান কোনো কথা বলতে পারতেছেনা। চিটেড প্রেমিকারা যেমন ডাবল টাইমার বয়ফ্রেন্ডকে ঘিরে ধরে সেভাবে সবাই সেলসম্যানকে ঘিরে ধরেছে। সবার কণ্ঠেই সেইম জিজ্ঞাসা। বলেন! বলেন না কেন?
শেষে শপের ম্যানেজার এসে পরিস্থিতি সামাল দিলেন। বললেন, এটার উত্তর তো আসলে এভাবে বাইনারিতে দেওয়া যায়না। আমরা তো একটা শপ চালাই। এইক্ষেত্রে বাইনারিতে উত্তর দেওয়াটা একটা দায়িত্বহীনতা। চাইলেই এভাবে আন্সার দিতে পারব না। আমরা একটা বোর্ড গঠন করে আপনাদের জানিয়ে দিব।
পাঠকের মন্তব্য