সঙ্গী এমন না হলে সঙ্গীহীন থাকাই শ্রেয়

৫০০ পঠিত ... ১৬:০৭, ডিসেম্বর ২৩, ২০২৪

10

লেখা: সমুদ্র শাহরিয়ার  

আজ সকালবেলা পান্থপথ থেকে আমার এক বন্ধুর মোবাইল ছিনতাই হয়। সৌভাগ্যক্রমে ছিনতাইকারী ধরা পড়ে।

আমরা কয়েকজন মিলে তাকে কয়েকটা কিল-ঘুষি দিয়ে শেরে বাংলা নগর থানায় নিয়ে যাই।

তবে এটা তেমন ইন্টারেস্টিং ঘটনা না।

শেরে বাংলা থানায় গিয়ে দেখি এক লোক গাঁজাসহ ধরা পড়েছে। সেই লোকের বউ ছুটতে ছুটতে চলে এসেছে।

ভদ্রমহিলা এসেই হাত-পা ছুঁড়ে কাঁদতে শুরু করেছেন।

স্বামীকে জড়িয়ে ধরছেন। মাঝেমধ্যে চুমুও খাচ্ছেন।

কোর্টে চালান দেওয়ার আগে দেখলাম পকেটে হাজার দুয়েক টাকাও ঢুকিয়ে দিলেন।

আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার স্বামী তো সম্ভবত মাদকাসক্ত। আবার মাদকের ব্যবসাতেও জড়িত। সংসারে বোধহয় মন নাই। আপনাকে মারধর করে না তো?

ভদ্রমহিলা মুচকি হেসে বললেন, হেতে আমারে মাইরধর করব কেনে? হেয় তো আমারে খুবই মহব্বত করে।

জিজ্ঞেস করলাম, এখন আপনার সংসার চলবে কীভাবে?

ভদ্রমহিলা উত্তর দিলেন, আমার ইনকাম আছে না। হেয় পোলাগো কাছে গাঁঞ্জা বেঁচে, আমি মাইয়াগো কাছে গাঁঞ্জা বেচি।

তারপর থেকে মনটা ভীষণ খারাপ লাগছে। ২০২৪ সালে এসে এমন সঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

 

৫০০ পঠিত ... ১৬:০৭, ডিসেম্বর ২৩, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top