এমন নির্ভার, নিষ্কলুষ, নির্মোহ, নির্দোষ সরকার প্রধান কখনও দেখা যায়নি, হয়তো যাবেও না

৭০ পঠিত ... ৪ ঘন্টা ৩২ মিনিট আগে

বলা হয়ে থাকে নিষ্পাপের শত্রু থাকে না।

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তার চিত্র উল্টো। এ দেশে নির্মোহ, নির্দোষ, নিষ্কলুষ লোকেদের মানুষ সন্দেহের চোখে দেখে, বাঁকা বাঁকা কথা শোনায়। শুধু কথা শুনিয়েই ক্লান্ত থাকে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সমালোচনার ঝড়‌ও তোলে, করে প্রশ্নবিদ্ধ। প্রধান উপদেষ্টার দিকেই তাকান, তার মতো নির্লিপ্ত কিন্তু সরকারপ্রধান ক'জন আছে? 

কোনো কিছুতেই তিনি তেমন নাক গলান না। তার অন্তরে রয়েছে পৃথিবীর সব মহাসমুদ্রের চেয়েও গভীর দয়া। শ্রমিক মরে যাক, কী কেউ পাথরের আঘাতে খুন হোক, ছাত্ররা সাধারণের গণপিটুনিতে আহত হোক আর দ্রব্যমূল্যের দামে মানুষের জীবন বিপর্যস্ত‌ই হোক কোনো কিছুই তাকে তার 'নির্দিষ্ট' কাজসমূহ থেকে বিরত রাখতে পারেনি। 

এই যে, আবার অফেন্ডেড হয়ে যাচ্ছেন। নির্দিষ্ট মানে সংস্কার,  সংস্কারমূলক কাজ। এখন অনেকে বলতে পারেন না কোনো রাস্তাঘাটের উন্নতি হয়েছে, শিক্ষাখাতে পড়াশোনা ছাড়া সব হচ্ছে, বাদবাকি… ইস্টপ! জীবদ্দশায় কখনও এমন  ডেডিকেশনাল ড্রোন শো দেখেছেন? কখনও দেখেছেন সরকারকে মানবিক বিপর্যয়ের সময়ে জনগণের পাশে থাকার আকুলতায় অর্থসাহায্য চাইতে? কখনও দেখেছেন এক  উপদেষ্টাকেই হরেক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে?  উনি শিখিয়েছেন মব সবসময় মদদ দিতে নেই, কখনও কখনও দিতে হয়।

কাছের মানুষদের তো আমরা ভালো পজিশনে চলে গেলে ভুলে যাই, প্রধান উপদেষ্টা ভোলেননি। ‘যাকে কাছে পেয়েছেন’, ভালো মনে করেছেন, উপদেষ্টা বানিয়ে হক আদায় করেছেন, কারও যোগ্যতা বিবেচনা করে তাঁকে পিছিয়ে রাখেননি। সরকারের সবচেয়ে বড় সংস্কারের কথা আপনি ভুলে গিয়েছেন। এই সরকার আপনাদের দেখিয়েছে একটা ডিজিটাল রাজনৈতিক সিস্টেম। ফেসবুক ভিত্তিক তর্ক-বিতর্কের বেড়াজালে সরকারের পোস্ট ডিলিট প্রমাণ করে এদেশে জনগন সবার ঊর্ধ্বে। এমন সংস্কার আদতে আর কোথাও সম্ভব কিনা আমাদের জানা নেই। তারপরও মানুষ মনে করছে ইন্টেরিম কোনো কাজ করছে না। একটু মন খারাপ নিয়ে ওনার অফিসিয়াল পেইজে একবার গিয়ে দেখুন, একদম জান্নাত অনুভূত হবে। ভুলেই যাবেন পাউরুটির বাড়তি ভ্যাটের কথা, সবজির আগুন আগুন দামের কথা।

একা ইন্টেরিম কী-ই বা করতে পারে! দেশের জনগণ এক ইন্টেরিমের উপর দায় চাপাচ্ছে। কিন্তু ইন্টেরিম মনে করে এই দায় সরকারের। সরকারও মনে করে এই সরকারের।

এদিকে আমার বন্ধু তিথি সরকার আত্মগোপনে আছে, কেন ভয় পেল কে জানে!

৭০ পঠিত ... ৪ ঘন্টা ৩২ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top