নাটক কম কর পিও

২৯১ পঠিত ... ১৭:৪১, এপ্রিল ২২, ২০২৫

27

বিশ্বের শ্রেষ্ঠ ধনী এলন মাস্ক একবার চিত্রনায়ক আলমগীরকে ডেকে বললেন, এই নিন ব্ল্যাংক চেক! বলেন কত টাকা হলে আপনি আপনার ছেলে আর ছেলের বউকে নাটক করা বন্ধ করতে বলবেন?

আলমগীর সাহেব থতমত খেয়ে বললেন, আমার ছেলে তো নাটক করে না, ছেলের বউও করে না।

এলন মাস্ক মুচকি হাসলেন। আমার সাথে চালাকি! নিলয় আলমগীর আপনার ছেলে না? সারনেমের কথা বাদই দিলাম, চেহারা দেখেই তো বোঝা যায়।

আপনার ভুল হচ্ছে, ও সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের ছেলে। আলমগীর সাহেব উত্তর দিলেন।

এলন মাস্ককে এবার কনফিউজড মনে হলো। অতিদ্রুত তিনি ফখরুল ইসলাম আলমগীরের সাথে মিটিঙে বসলেন। অতঃপর আবারও ব্ল্যাংক চেক এগিয়ে দিলেন, বলেন কত টাকা হলে আপনার ছেলে নিলয় আলমগীর আর তার বউ হিমিকে নাটক করা বন্ধ করতে বলবেন?

ফখরুল সাহেব শান্ত স্বরে বললেন, চেক নিজের পকেটেই রাখুন। বিএনপি কারও দয়ায় চলে না। আমাদের চেক লাগবে না, লাগবে নির্বাচন। ক্ষমতায় আসতে দিন এরপর দেখবেন আমরা আপনাকেও চাকুরি দেব। মানুষের চেয়ে চাকুরির সংখ্যা বেশি থাকবে তখন। চাকুরি নিজেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবে—নে, আমাকে কর।

যাই হোক, আপনি যা বলছিলেন সেখানে আপনার বড় একটা ভুল হচ্ছে, নিলয় তো আমার ছেলে না, নিলয় হচ্ছে বাদশা আলমগীরের ছেলে।

এলন মাস্ক চোখেমুখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, কোন বাদশা আলমগীর!

ফখরুল সাহেব বললেন, ঐ যে—বাদশা আলমগীর, কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লীর...

এলন মাস্ক বললেন, অহ্‌ চিনেছি! ওনার কাছে যেতে হলে তো আমাকে আরও বড়লোক হতে হবে। স্পেসএক্সকে আরও সমৃদ্ধ করে টাইম-ট্রাভেল সিস্টেম চালু করতে হবে। ততদিন পর্যন্ত এদের নাটক আমি সহ্য করে যাব? নো নেভার!

ফখরুল সাহেব বললেন, পুরো একটা দেশের জনগণ ওদের নাটক সহ্য করতে পারলে আপনি পারবেন না কেন?

এলন মাস্ক বললেন, দেশের জনগণ তো কেবল ওদের নাটক সহ্য করছে না, আরও অনেকের নাটকই সহ্য করছে।

আপনার কথায় আমি লীগ লীগ গন্ধ পাচ্ছি। ফখরুল সাহেব সতর্ক দৃষ্টিতে তাকালেন।

ইংলিশ প্রিমিয়ার লীগে আমাকে নিয়ে গুঞ্জন চলছে আমি নাকি লিভারপুল কিনে ফেলতে পারি। তাই হয়তো লীগ লীগ গন্ধ পাচ্ছেন। ইলন মাস্ক তার রহস্যময় হাসিটা ধরে রাখলেন ঠোঁটের কোণে।

 

 

২৯১ পঠিত ... ১৭:৪১, এপ্রিল ২২, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top