ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ছিলো সুজাতপুর মহল্লা

১৮৫ পঠিত ... ১৪:২৮, এপ্রিল ০১, ২০২৩

Sujatpur-mahalla

সুবাদার ইসলাম খানের ঢাকা শহর গড়ে উঠেছিল, ঢাকার পুরাতন দুর্গকে কেন্দ্র করে। যার অবস্থান ছিল পুরাতন কেন্দ্রীয় কারাগারে। এই দুর্গকে ঘিরে তৈরি হয়েছিল বাদশাহী বাজার বা পাদশাহী বাজার। যা আজকের চকবাজারে অবস্থিত।

পিলখানায় ছিল মোঘলদের হাতিশালা আর মাহুতটুলিতে ছিল ঐসব হাতির মাহুতদের বাস। মাহুত হচ্ছেন একজন হস্তী চালক, প্রশিক্ষক বা রক্ষক।

বকশী বাজার ও দেওয়ান বাজারে ছিল উজির, দেওয়ান ইত্যাদি উচ্চপদস্থ কর্মচারীদের আবাসিক এলাকা। ইসলাম খানের সঙ্গে আগত নবাব ও আমীরদের বাস ছিল নবাবগঞ্জে, নদীর পারে।

রমনা অঞ্চলে ইসলাম খানের আমলে দুটি বসতি গড়ে উঠেছিল। একটি ছিল সুজাতপুর এবং অপরটি মহল্লা কিশ্চিয়ান। সুজাতপুর মহল্লাটি ছিল আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও গুরুদোয়ারা যেখানে সেখানে।

তথ্যসূত্র: ঢাকার কথা, রফিকুল ইসলাম

১৮৫ পঠিত ... ১৪:২৮, এপ্রিল ০১, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top