যেসব কারণে আপনিও একটা রিয়াল মাদ্রিদ

২১২ পঠিত ... ২৩ ঘন্টা ০ মিনিট আগে

লেখা: কৃপাসিন্ধু জয় 

ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফলতম দল স্পেনের রিয়াল মাদ্রিদ। ইতিহাস, ঐতিহ্যসহ সকল দিক দিয়েই তারা ঈর্ষণীয় অবস্থানে বসে আছে। আমাদের আশপাশের অনেক মানুষই রিয়াল মাদ্রিদের বড়সড় ভক্ত। একজন জীবিত মানুষ কিভাবে রিয়াল মাদ্রিদ হতে পারে তা জানুন এই লেখায়।

 

১. আপনার কাছে মানুষের আশা: রিয়াল মাদ্রিদের প্রতি তাদের ভক্তদের অনেক আশা। ভক্তরা চায় দল প্রতিটা লা-লিগা, ইউসিএল জিতুক। একইভাবে আপনার কাছেও অনেকের নানা আশা। আপনার পরিবার চায় বিসিএস ক্যাডার হয়ে আপনি ক্লাস নাইনের একটা মেয়েকে বিয়ে করবেন। আবার, প্রেমিকা চায় আপনি তার পরিবারের সাথে বিয়ের কথা বলবেন। নাহলে তাকে জোর করে তার বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেওয়া হবে। 

 

২. উত্থান-পতনের পথে: রিয়াল মাদ্রিদ যে সবসময় সবকিছু সহজে পেয়ে যায় এমন না। কোনো সিজনে লা-লিগা, ইউসিএল, ক্লাব বিশ্বকাপ একইসাথে জিতে যায় আবার কখনও বছরে একটা ট্রফিও হাতে নেওয়ার সুযোগ পায় না। সমানভাবে আপনিও জীবনে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে থাকেন। কখনো আপনার সাথে প্রেম করার জন্য বিপরীত লিঙ্গের লাইন ধরে যায় আবার অনেক সময় আপনার ইনবক্স ধু-ধু করে।

 

৩. পতনে অনেকের আনন্দ: রিয়াল মাদ্রিদ ট্রফিবিহীন সিজন কাটালে বা কোনো ম্যাচে হারলে প্রতিপক্ষের সমর্থকেরা অত্যাধিক আনন্দ লাভ করেন। তেমনি আপনি বিসিএসের প্রিলিতে ফেল করলে বা সিজি লো হলে আপনার এক্সরা অনেক খুশি হয়।

 

৪. ক্যামবাক বিশেষজ্ঞ: রিয়াল মাদ্রিদ অনেক ম্যাচেই খুব বাজে অবস্থায় চলে যায়। হজম করে ফেলে কয়েকটা গোল। কিন্তু, তখনই রিয়ালের খেলোয়াড়েরা অতিমানবীয় কিছু একটা করে বসে জিতে যায়। এমন করে, যখন সবাই ভেবে নেয় আপনার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সেসব মুহূর্তে আপনি অবিশ্বাস্য সব কামব্যাক দিতে পারেন। আপনার বন্ধুরা নিশ্চিত থাকে যে কোর্সে আপনি ফেল করবেন সেটাতেই দেখা যায় কোপ মেরে দিয়ে আসেন।

 

৫. ঈর্ষণীয় অতীত: রিয়াল মাদ্রিদের অতীত ইতিহাস ফুটবলের জগতে অনন্য সাধারণ। সবচেয়ে বেশি লা-লিগা, ইউসিএল, ক্লাব বিশ্বকাপসহ প্রতিটি ক্ষেত্রে তাদের একক আধিপত্য বিদ্যমান। তেমন করে আপনিও অতীতে অনেক কিছু অর্জন করেছেন। আপনি অতীতে একইসাথে অনেকের সাথে প্রেম করতেন অথবা কয়েকজনের ইনবক্সে বরশি বসাতেন।

 

৬. বড় স্বপ্ন: রিয়াল মাদ্রিদ দল হিসেবে সবসময় বড় স্বপ্ন দেখে। প্রতিটা ম্যাচ, প্রতিটা ট্রফি তারা জিততে চায়। তেমনি আপনারও স্বপ্ন অনেক বড় বড়। আপনি ট্রাম্পের মতো নোবেল পুরষ্কার জেতার স্বপ্ন না দেখলেও প্রথম চান্সেই বিসিএস ক্যাডার হয়ে শত কোটি টাকা উৎকোচ নেওয়ার স্বপ্ন দেখেন।

 

৭. হাল না ছাড়া: কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদকে অর্ধযুগেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত রিয়াল তাকে পেয়েছে। তেমনি আপনিও কিছু পাওয়ার আশা করলে হাল ছেড়ে দেন না। কলেজের প্রথম ক্লাসে একজনকে ভালো লেগেছিল আপনার, এখনো তার ইনবক্সে প্রতিদিন গুঁতাতে থাকেন কিছু একটা হয়ে যাবে এই ভেবে।

২১২ পঠিত ... ২৩ ঘন্টা ০ মিনিট আগে

Top