না পড়েই রিভিউ ২ : এবার কি অদ্ভূত চরিত্রের প্রয়োজনে ভুগছেন লেখক?

৬৮২ পঠিত ... ১৪:৫৯, মার্চ ০১, ২০২০

কাসাফাদ্দৌজা নোমান একাধারে একজন কবি, লেখক, ঔপন্যাসিক, রম্যলেখক, আইডিয়াবাজ এবং বিজ্ঞাপনবিদ। তবে মূলত তিনি অদ্ভূত তুমিহীনতায় ভোগার জন্য বিখ্যাত। বছর পাঁচেক আগে বইমেলায় সাড়াজাগানো 'অদ্ভূত তুমিহীনতায় ভুগছি' গল্পগ্রন্থটির লেখকের ষষ্ঠ বই এটি। এবার কি তিনি চরিত্রহীনতায় ভুগছেন? পাঠক প্রশ্ন করতে পারেন বটে!

চরিত্রের প্রয়োজনে' বইটি কি ক্যারেক্টার সার্টফিকেট বিষয়ক? হতেই পারে! তবে কাকে কে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে এই বিষয়ে লেখক বলেছেন, আজ এরশাদ সাহেব বেঁচে থাকলে বলতে পারতেন।

নিজের বইয়ের নামগুলোর ক্ষেত্রে লেখক কিন্তু এমনই এক অদ্ভূত ধারাবাহিকতা মেইনটেইন করেছেন। লেখকের নিজের ভাষ্য- 'অদ্ভূত তুমিহীনতায় ভুগছি' হলো নিখোঁজ বিজ্ঞপ্তি, 'জীবন বৃত্তান্তে নেই' হলো বায়োডাটা বানানোর কৌশল নিয়ে, 'আমাদের পরিচয় ছিল না' বইটি ন্যাশনাল আইডি কার্ড এবং এর প্রসেস সংক্রান্ত , 'একটা কিছু বিক্রি হবে' বইটি বিজ্ঞাপন সংক্রান্ত (যেহেতু লেখক বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন)!

'সময় হলো অসময়ে' নামে তার আরও একটি বই আছে, বইটি পাংকচুয়ালিটি নিয়ে লেখা কিনা এ বিষয়ে প্রশ্ন করলে লেখক বলেন, 'হাহাহা। বলার টাইম নাই'!

বইয়ে লেখক পরিচিত হিসেবে যা লেখা, এটাকেই বোধহয় বলে 'লেখকের সংক্ষিপ্ত পরিচিতি'। বিশ্বাস করুন, এর চেয়ে সংক্ষিপ্ত লেখক পরিচিতি আপনি কখনো পড়েননি, একটামাত্র লাইন- 'এটা, সেটা, ওটা আর কিছু একটা'।

বইটি কাকে উৎসর্গ কয়া হয়েছে জানেন? কাউকে না! এই বইটির উৎসর্গের পাতাটি খালি রাখা হয়েছে। আপনি নিজেই সেই পাতায় নিজের নাম লিখে নিচে লেখকের অটোগ্রাফ নিয়ে নিলেই কিন্তু বইটি নিজেকেই উৎসর্গ করে নিতে পারেন!

যারা কাসাফাদ্দৌজা নোমানের গদ্যের সঙ্গে পরিচিত, নগদে লুঙি (বা শাড়ি!) কাছা করে বইমেলার দিকে দৌড় দিয়ে বইটি কিনে ফেলার কথা। যারা কাসাফাদ্দৌজা নোমানের বিষয়ে পরিচয়হীনতায় ভুগছেন, 'চরিত্রের প্রয়োজনে' পড়ার পর লেখক কাসাফাদ্দৌজা নোমানের একটি লেখালেখির 'ক্যারেক্টার সার্টিফিকেট' দিতেই পারেন।

চরিত্রের প্রয়োজনে উপন্যাস, নাকি উপন্যাসের প্রয়োজনে চরিত্র? বইটি পড়লে নিশ্চয়ই জানা যাবে। চন্দ্রবিন্দু প্রকাশনীতে প্রকাশিত বইটি বইমেলা শেষে রকমারিতে পাওয়া যাবে।

৬৮২ পঠিত ... ১৪:৫৯, মার্চ ০১, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top