ফেসবুকে মজার কিছু স্ট্যাটাস দিলে যে সব কমেন্টের সম্মুখীন হতে হয়

৩২৪৯১ পঠিত ... ২৩:১৮, জুলাই ১৩, ২০১৭

ফেসবুক অ্যাকাউন্ট থাকার একটি নিয়ম হলো, আপনাকে নিয়ম করে অবশ্যই স্ট্যাটাস দিতে হয়। আর স্ট্যাটাস দিতে গেলে আপনি হাসি-কান্না, দুঃখ-বিষাদের পাশাপাশি প্রায়ই মজার কিছু লাইন, আইডিয়া বা কৌতুক স্ট্যাটাস আকারে পোস্ট দেবেন। কিন্তু স্ট্যাটাস দিয়ে আপনি যতটুকু না বিনোদন পাবেন, তার চেয়ে বেশি পাবেন স্ট্যাটাসের কমেন্ট পড়ে।

ধরুন, কোনো একদিন আমি ফেসবুকে এই কৌতুকটি লিখলাম--

দুই বন্ধু সামনে পেছনে বসে পরীক্ষা দিচ্ছে। সামনের জন লিখে পেছনের জনকে বলে দিচ্ছে...পেছনের বন্ধু ফিসফিসানি শুনে লিখছে।

প্রথম বন্ধু লিখল, 'যুদ্ধের ময়দানে সম্রাট আকবর ভাঙিয়া পড়িতেন না'।

সেটা শুনে পিছনের বন্ধু লিখল, 'যুদ্ধের ময়দানে সম্রাট আকবর জাংগিয়া পরিতেন না...'।

ব্যস। এইটুকুই কৌতুক। কিন্তু আসল কৌতুক শুরু হবে এই স্ট্যাটাসের কমেন্টবক্সে। শতভাগ নিশ্চিত কমেন্টগুলো মোটামুটি এমন হবে--

: ভাইয়া, মোগল সম্রাটকে নিয়ে ফান করা ঠিক না...!

: ওই সময় মানুষ জাঙিয়া পরতো কিনা সেটা নিয়ে বিতর্ক আছে!

: কোন যুদ্ধের কথা বলছেন আপনি?

: আকবর তো ছিল একটা শয়তান, বৈরাম খাঁ-রে কিভাবে মারলো!

: ভাইয়া আপনি কি জিটিভিতে যোধা আকবর দেখেন?

: ভাইয়া আপনার কাছ থেকে গঠনমুলক লেখা আশা করি!

: আপনি জাঙিয়া না বলে আন্ডারওয়্যার বললে সুন্দর হতো।

: আপনাকে ফলো করতাম। আজ থেকে আনফলো করে দিলাম।

: আপনি কিন্তু প্রকারান্তে নকলকে উৎসাহ দিলেন?

: যুদ্ধের ময়দানে কি এগুলো নিয়ে ভাবার সময় থাকে?

: আপনি অ্যালেক্স রাদারফোর্ডের Empire of the Moghul: Raiders from the North বইটা পড়ে দেখতে পারেন।

: আকবর কি বাবরের বাপ?

: ভাই আপনার রুচিবোধ যে এই পর্যায়ে নেমে এসেছে, জানতাম না। তাই বলে আকবরের জাঙিয়া? ছিঃ!

: আপনি কি বলতে চান আপনি পরীক্ষার সময় দেখে দেখে লেখা, কপি করা এগুলোকে সমর্থন করেন? আপনাদের মত মানুষদের জন্যই তো প্রশ্ন বিক্রি হয়, ফাঁস হয়...

: ভাই আপনার কি কোনো জোকস সংকলন বই বের হয়েছে? কাইন্ডলি একটু জানাবেন।

: পেছনের বন্ধুটাই কেন ভুল শুনবে? মানে যাদের রোল নম্বর পেছনে তারা কি কম প্রতিভাবান বা বলদ টাইপ হয়? ভাই এটা কিন্তু রেসিজমের চূড়ান্ত করলেন।

: যেই বন্ধু পরীক্ষার সময় বন্ধুকে উত্তর বলে দেয়, সে আসলে প্রকৃত বন্ধু না। :)

: এই জোক তো মীরাক্কেলে বললো সেদিন। আপনি এভাবে মেরে দিলেন?

: হুমায়ুনপুত্র আকবর কিন্তু সেই মাল আছিল। বিয়ে করছিল ১৩টা। মামায় সামলাইতো কেমনে?

: ইসলামে তো ৪টা পর্যন্ত জায়েজ আছে। উনি ইসলাম বহির্ভূত কাজ করেছিলেন বলেই যুদ্ধে হেরেছেন।

: লিংক প্লিজ।

: এটা জাংগিয়া হবে না, হবে জাঙিয়া। বানান ঠিক করেন।

 

আজকাল মজার কিছু লেখাও বিপদ হয়ে গেছে... এজন্যই কবি সুবোধ বলেছেন, এখন সময় পক্ষে না! ফেসবুকের সমস্যা নাকি ফেসবুকারদের, আমার জানা নেই। তবে দার্শনিক জোকার হয়তো এজন্যই সেই অনেকগুলো বছর আগেই বলে গেছেন, 'হোয়াই সো সিরিয়াস?'

৩২৪৯১ পঠিত ... ২৩:১৮, জুলাই ১৩, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top