দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে মশা তাড়াতে ধুপের আগুন (ভিডিও সহ)

১৬৮ পঠিত ... ১৬:৫৩, জুন ০১, ২০২৪

52111e85-5c75-4b54-97c8-dff40ef55bb6

আগে গ্রামাঞ্চলে মশা তাড়াতে ব্যবহার করা হতো ধুপের আগুন। কয়েল কিংবা ওডোমসের চক্করে হারিয়ে যেতে বসা এই শিল্পকে সবাই ভুলে গেলেও, ভুলে যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ ভোরে শরীফুল হাসান নামের এক যাত্রী বিমানবন্দরের এক নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় সাক্ষী হন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই শিল্পের। মশা তাড়াতে দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে ব্যবহার করা হচ্ছে ধুপের আগুন। পরে তিনি ঘটনাটি ভিডিও করে নিজের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেন। কে বলেছে আমাদের দেশপ্রেম কম, নিন্দুকেরা দেখুন দেশীয় সংস্কৃতির প্রতি কতটা ভালোবাসা থাকলে fogger machine না ব্যবহার করে এমন কাজ করা যায়।

ভিডিও দেখুন নিচে:

মূল পোস্ট দেখতে: 

১৬৮ পঠিত ... ১৬:৫৩, জুন ০১, ২০২৪

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top