পুরুষমানুষের ভালোবাসা ভয়ংকর সুন্দর

১৭ পঠিত ... ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে

লেখা: আল আমিন 

ডাকসুর ভিপি হওয়ার পর সাদিক কায়েম ইলিয়াসকে  ফোন দেয়নি। সাফল্য পেয়ে সাদিক ভুলে গেছে "Behind every successful man, there is a man who wants to take him from behind"

ব্যাপারটা আমার আপনার কাছে ছোটো মনে হতে পারে কিন্তু ইলিয়াসের হৃদয়ের ক্ষত বোঝা যায় তার একটি বক্তব্য পড়ে। সে অভিমানের সুরে বলে, ‘সাদিক কায়েম এখনও পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমাকে একটা কল দিতে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব তার সাথে আমার জীবনেও কোনদিন কথা হবে না। তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ’

পুরুষ ঘৃণা করতে পারে, রাগে কাঁপতে পারে, দিনের পর দিন তার ভালোবাসার পুরুষের সাথে কথা না বলে থাকতে পারে। কিন্তু একবার যদি পুরুষ অভিমান করে আর আপনি যদি তার মন থেকে উঠে যান। তাহলে বুঝবেন সেদিন আপনার ভালোবাসার ইতি ঘটেছে।

সাময়িক সাফল্যে সাদিক এখন অন্য পুরুষকে বুকে আগলে নেয়, জুমার মাথায় ছাতা ধরে। অথচ সাদিক ভুলে যায় খারাপ সময়ে ইলিয়াসের সাথে সেসব অনলাইন সেশনের কথা। প্রিয়াঙ্কা চোপড়া এ ব্যাপারে বলেছিল, ‘আপ হামসে হামারি জিন্দেগী মাং লেতে হাম খুশি খুশি দে দেতে... পার আপনে তো হামসে হামারা গুরুর ছিন লিয়া’।

ইলিয়াসের এই অভিমান ভরা হৃদয়বিদারক বক্তব্যে একটা জিনিস তো পরিষ্কার যে, পুরুষের ভালোবাসা কতটা খাঁটি হতে পারে। তার হৃদয় ভাঙলেও সে অভিমানটুকুকে বুকে আগলে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে।

সত্যিই তো, পুরুষ মানুষের ভালোবাসা ভয়ংকর সুন্দর।

১৭ পঠিত ... ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top